শ্রদ্ধা যদি কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি আপত্তি করব না: শক্তি কাপুর

Last Updated:

বহুদিন ধরেই বলিপাড়ায় ফিসফাস চলছে রোহন-শ্রদ্ধার সম্পর্ক নিয়ে । কিন্তু দু’জনের কেউই এ ব্যাপারে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি । এ বার মুখ খুললেন খোদ কনের বাবা ।

#মুম্বই: বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল নানা হইচই ৷ সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিপাড়ায় ফের একাধিক বিয়ের গুঞ্জন । লাইনে রয়েছেন রণবীর কাপুর-আলিয়া ভাট, অর্জুন কাপুর-মালাইকা আরোরা, শ্রদ্ধা কাপুর-রাকেশ শ্রেষ্ঠা । প্রতিটি হেভি ওয়েট বিয়ে ঘিরেই এখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ।
এরই মধ্যে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর মেয়ের বিয়ে নিয়ে ইতিবাচক মন্তব্য করে জল্পনা আরও খানিকটা বাড়িয়ে দিলেন । রোহন মুম্বইয়ের বিখ্যাত সেলিব্রিটি ফোটোগ্রাফার । বহুদিন ধরেই বলিপাড়ায় ফিসফাস চলছে রোহন-শ্রদ্ধার সম্পর্ক নিয়ে । কিন্তু দু’জনের কেউই এ ব্যাপারে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি ।
ইতিমধ্যেই বরুণ-নাতাশার বিয়েতে রোহনের একটি কমেন্ট এবং তার বরুণের দেওয়া একটি উত্তরকে ঘিরে জল্পনার মেঘ আরও ঘনীভূত হয়েছে । বরুণ-নাতাশার বিযের ছবিতে রোহন কমেন্ট করেছিলেন, ‘‘কনগ্র্যাচুলেশন বরুণ-নাতাশা । তুমি আত্মপ্রত্যয়ী। নিজে যেটা জানো সেটা নিয়ে নিশ্চিত তুমি। বরুণ তুমি সত্যিই খুব ভাগ্যবান ।’’ এর উত্তরে বরুণ লেখেন, ‘‘সত্যিই আমি ভাগ্যবান । আশা করি, তুমিও প্রস্তুত আছো ।’’ এই পোস্ট দেখার পর থেকেই নেটিজেনরা অনুমান করতে শুরু করে দিয়েছেন, শীঘ্রই হয়তো শ্রদ্ধা-রোহনের বিয়ের সানাও বাজবে ।
advertisement
advertisement
advertisement
এ বার অবশ্য মুখ খুললেন খোদ কনের বাবা । সম্প্রতি TOI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শক্তি কাপুর বলেন, এই ব্যাপারটি যদি সত্যি হয় তা হলে তাঁর কোনও আপত্তি নেই । তাঁর মেয়ে সত্যিই যদি কাউকে ভালবেসে বিয়ে করতে চায়, তা হলে তিনি তাতে বাধা দেবেন না । তবে এর পাশাপাশি তিনি এও বলেন, ইন্টারনেটে যা যা খবর ঘুরছে তার সত্যতা সম্পর্কে তিনি বিষদে কিছু জানেন না । কিন্তু তা যদি সত্যি হয়, তা হলে মেয়ের পাশে তিনি সবসময় থাকবেন ।
advertisement
শক্তি কাপুর মেয়ের ব্যাপারে যতটা রক্ষণশীল, ততটাই আবার খোলামেলাও । সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শুধু রোহন শ্রেষ্ঠা বলে নয় । যদি অন্য যে কাউকে এনে শ্রদ্ধা বলত যে, এই ছেলেকেই সে বিয়ে করতে চায় । হাসি মুখে মেয়ের সেই সিদ্ধান্তেই রাজি হতাম ।’’
তবে রোহনকে বহু বছর ধরেই চেনে কাপুর পরিবার । দুই পরিবারের মধ্যে বহু বছর ধরে সু-সম্পর্ক রয়েছে । রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠার সঙ্গে কাজও করেছেন শক্তি । দু’জনের বন্ডিংও বেশ ভাল । পাশাপাশি বন্ধুপুত্র রোহনকেও পছন্দ করেন শক্তি । নিজেই জানালেন, ‘‘রোহন খুবই ভাল ছেলে । ছোট থেকেই সে আমাদের বাড়িতে যাতায়াত করত । যদিও শ্রদ্ধা আমাকে রোহনকে বিয়ে করার কথা কিছু জানায়নি । আমার তো মনে হয় ওঁরা এখনও সেই চোটবেলার বন্ধুর মতোই আছে । শ্রদ্ধা আর রোহন যদি নিজেদের সম্পর্কের বিষয়ে সিরিয়াস হয়, তা হলে সে ব্যাপারে আমার কিছু জানা নেই ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রদ্ধা যদি কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি আপত্তি করব না: শক্তি কাপুর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement