এ কেমন পোশাক পরলেন শাহরুখ ? মামলা গড়াল আদালতে
Last Updated:
#মুম্বই: শাহরুখের পোশাক নিয়ে বিতর্ক ৷ কেন এমন ছোট প্যান্ট পরেছেন তিনি ? সঙ্গে আবার রয়েছে কৃপাণ ৷ এতেই চটেছেন শিখ সম্প্রদায়ের মানুষ ৷ ছবির প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে মামলা ঠুকেছেন আইনজীবী অমৃতপাল সিং খালসা ৷ ট্রেলরের একটি অংশে শাহরুখের পরনে হাফ প্যান্ট, গলায় ৫০০ টাকার মালা ও আড়াআড়ি ভাবে ঝুলছে কৃপাণ ৷ এতেই আপত্তি শিখদের ৷ তবে শুধু এই নয়, ছবির পোস্টার নিয়েও রয়েছে বিতর্ক ৷
শিখ র্ধমে কৃপাণের আদালা গুরুত্ব রয়েছে ৷ অমৃতপাল সিং-এর বক্তব্য অনুযায়ী যেমন তেমন ভাবে বা যখন তখন কৃপাণ ব্যবহার করা যায় না ৷ শিখ ধর্ম অবলম্বন করলেই এই কৃপাণ রাখা যায় ৷ কেন এমন ছেলে খোলার ঢঙে শাহরুখ ব্যবহার করেছেন কৃপাণ ? তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন, অভিযোগ শিখ সম্প্রদায়ের ৷ তাই এই মামলা ৷ যার শুনানি হবে মুম্বই আদালতে ৷ ছবির কর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে কৃপাণ নয়, ব্যবহার করা হয়েছে কাটার ৷
advertisement
advertisement
জিরো ছবির ট্রেলার দেখেছেন সকলেই ৷ ছোট চেহারা কিন্তু মেজাজ রাজার মত ৷ শাহরুখের আত্মবিশ্বাসে মুগ্ধ ভক্তকুল ৷ সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং তাঁর জিরো ছবির ট্রেলার ৷ কিন্তু তাতেই বিপাকে পড়েছেন বাদশা ৷ শুধু এই ছোট প্যান্ট ও কৃপাণ নয়, ছবির পোস্টার হুবহু একটি ফরাসি ছবির আদলে হয়েছে বলেও বিতর্ক তৈরি হয়েছে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2018 11:40 AM IST