হোম /খবর /বিনোদন /
‘ধন্যবাদ নয়, আমাকে আদেশ করুন’, কেজরিওয়ালকে ট্যুইট করলেন শাহরুখ

‘ধন্যবাদ নয়, আমাকে আদেশ করুন’, কেজরিওয়ালকে ট্যুইট করলেন শাহরুখ

দিনমজুরদের এক মাসের খাবার সরবরাহ, অ্যাসিড আক্রান্তদের আর্থিক সাহায্যদানের মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন কিং খান ।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বলিউডের তাবড় তাবড় লোকেরা করোনা মোকাবিলার জন্য অর্থ দান করেছেন ৷ অক্ষয় কুমার, সলমন খান, অজয় দেবগন থেকে বরুণ ধাওয়ান তালিকায় রয়েছে প্রায় সবাই ৷ তবে এই তালিকায় শাহরুখের নাম না আসায় স্বাভাবিকভাবে বিতর্ক উঠেছিল শাহরুখকে নিয়ে ৷ আপাতত সে বিতর্কের অবসান ৷ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ট্যুইট করে শাহরুখ জানিয়ে দিয়েছেন, করোনা মোকাবিলায় তিনি দেশের সঙ্গে আছেন ৷ তবে শাহরুখ বলে কথা, একেবারে বাদশা-র মতো করেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ৷মহামারী মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে মোটা অর্থ অনুদান দিয়েছেন। একই সঙ্গে দিনমজুরদের এক মাসের খাবার সরবরাহ, অ্যাসিড আক্রান্তদের আর্থিক সাহায্যদানের মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। বাদশাহর এই ঘোষণার পরেই তাঁকে টুইটে ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।এরপরেই কিং খানের রিট্যুইট, "স্যার আপনি ধন্যবাদ দেবেন না। আদেশ করুন আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের পক্ষে থাকব। এবং আল্লাহ-র কৃপায় খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠব।"

Published by:Simli Raha
First published:

Tags: Arvind Kejriwal, Shah Rukh Khan, Tweet