‘ধন্যবাদ নয়, আমাকে আদেশ করুন’, কেজরিওয়ালকে ট্যুইট করলেন শাহরুখ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
দিনমজুরদের এক মাসের খাবার সরবরাহ, অ্যাসিড আক্রান্তদের আর্থিক সাহায্যদানের মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন কিং খান ।
#নয়াদিল্লি: বলিউডের তাবড় তাবড় লোকেরা করোনা মোকাবিলার জন্য অর্থ দান করেছেন ৷ অক্ষয় কুমার, সলমন খান, অজয় দেবগন থেকে বরুণ ধাওয়ান তালিকায় রয়েছে প্রায় সবাই ৷ তবে এই তালিকায় শাহরুখের নাম না আসায় স্বাভাবিকভাবে বিতর্ক উঠেছিল শাহরুখকে নিয়ে ৷ আপাতত সে বিতর্কের অবসান ৷ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ট্যুইট করে শাহরুখ জানিয়ে দিয়েছেন, করোনা মোকাবিলায় তিনি দেশের সঙ্গে আছেন ৷ তবে শাহরুখ বলে কথা, একেবারে বাদশা-র মতো করেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ৷
মহামারী মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে মোটা অর্থ অনুদান দিয়েছেন। একই সঙ্গে দিনমজুরদের এক মাসের খাবার সরবরাহ, অ্যাসিড আক্রান্তদের আর্থিক সাহায্যদানের মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। বাদশাহর এই ঘোষণার পরেই তাঁকে টুইটে ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এরপরেই কিং খানের রিট্যুইট, "স্যার আপনি ধন্যবাদ দেবেন না। আদেশ করুন আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের পক্ষে থাকব। এবং আল্লাহ-র কৃপায় খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠব।"
advertisement
advertisement
सर आप तो दिल्लीवाले हो, thank you मत करो, हुक्म करो। अपने दिल्लीवाले भाइयों और बहनों के लिए हम लगे रहेंगे। ईश्वर ने चाहा तो जल्द ही इस crisis से हम जीत कर निकलेंगे। More strength, resilience and power to your teams on ground sir. https://t.co/PoL7mLtlKa
— Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2020 10:27 AM IST