#নয়াদিল্লি: বলিউডের তাবড় তাবড় লোকেরা করোনা মোকাবিলার জন্য অর্থ দান করেছেন ৷ অক্ষয় কুমার, সলমন খান, অজয় দেবগন থেকে বরুণ ধাওয়ান তালিকায় রয়েছে প্রায় সবাই ৷ তবে এই তালিকায় শাহরুখের নাম না আসায় স্বাভাবিকভাবে বিতর্ক উঠেছিল শাহরুখকে নিয়ে ৷ আপাতত সে বিতর্কের অবসান ৷ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ট্যুইট করে শাহরুখ জানিয়ে দিয়েছেন, করোনা মোকাবিলায় তিনি দেশের সঙ্গে আছেন ৷ তবে শাহরুখ বলে কথা, একেবারে বাদশা-র মতো করেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ৷মহামারী মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে মোটা অর্থ অনুদান দিয়েছেন। একই সঙ্গে দিনমজুরদের এক মাসের খাবার সরবরাহ, অ্যাসিড আক্রান্তদের আর্থিক সাহায্যদানের মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। বাদশাহর এই ঘোষণার পরেই তাঁকে টুইটে ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
सर आप तो दिल्लीवाले हो, thank you मत करो, हुक्म करो। अपने दिल्लीवाले भाइयों और बहनों के लिए हम लगे रहेंगे। ईश्वर ने चाहा तो जल्द ही इस crisis से हम जीत कर निकलेंगे। More strength, resilience and power to your teams on ground sir. https://t.co/PoL7mLtlKa
— Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arvind Kejriwal, Shah Rukh Khan, Tweet