আব্রাম পেল পুরস্কার ! আহ্লাদে আটখানা বাবা শাহরুখ

Last Updated:

কিছুদিন আগেও স্কুলের স্পোর্ট ডে-তে রুপো এবং ব্রোঞ্জ মেডেল জিতেছিল আবরাম

#মুম্বই: ফের একবার ছেলের সাফল্যে গর্বিত বাবা শাহরুখ খান। তাইকোন্ডোতে সোনার মেডেল জিতল আব্রাম খান। গর্বিত বাবা ছেলের সাফল্যে এতটাই উচ্ছ্বসিত যে নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছেলের মেডেল জেতার খবর জানিয়ে লিখে ফেললেন আস্ত একটা পোস্ট। ৬ বছর বয়সেই তাইকোন্ডো চ্যাম্পিয়ন আব্রাম!
ছবিগুলিতে দেখা যাচ্ছে গলায় মেডেল, পরনে তাইকোন্ডর পোশাক পরে আব্রাম। তিনি পোস্টে লেখেন, 'তুমি প্রশিক্ষণ নিয়েছ, লড়াই করেছ এবং সফল হয়েছ। এই পদক দেখে মনে হচ্ছে আমার সন্তানরা আমার থেকেও বেশি পদক জিতবে। এটা খুবই ভাল বিষয়, এখন আমার মনে হচ্ছে আমাকে আরও বেশি করে প্রশিক্ষণ নিতে হবে। আমি গর্বিত ও অনুপ্রাণিত।'
advertisement
advertisement
advertisement
এই পোস্টে ইতিমধ্যেই হাজার হাজার কমেন্ট ও লাইক পেয়েছে। ছোট্ট আব্রামকে শুভেচ্ছাও জানিয়েছেন নেটিজেনরা।
তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও স্কুলের স্পোর্ট ডে-তে রুপো এবং ব্রোঞ্জ মেডেল জিতেছিল আব্রাম। সেই ছবিও পোস্ট করেছিলেন শাহরুখ ।
advertisement
এর আগে সুহানা ও আরিয়ান দুজনেই তাইকোন্ডতে পদক জিতেছিল। আর সেই পরিবারিক ট্র্যাডিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছোট ভাই আব্রাম।
বাংলা খবর/ খবর/বিনোদন/
আব্রাম পেল পুরস্কার ! আহ্লাদে আটখানা বাবা শাহরুখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement