#মুম্বই: সঙ্গীত পরিচালক মদন মোহন কোহলির জন্মদিন আজ। ১৯২৪ সালের ২৫ জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন। সঙ্গীত জগতে একের পর এক গান রয়েছে তাঁর পরিচালনায়। গানের জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি। আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকর সহ অনেকেই।
আজ তাঁর জন্মদিনে মদনমোহনজির গান গাইলেন গায়ক শান। বলিউডে শানের গান জনপ্রিয়তা পেয়েছে সব সময়। তবে আজকাল অনেকটাই কমেছে তাঁর কাজ। সোশ্যাল মিডিয়াতে শান বেশ অ্যাক্টিভ। আজ তিনি গাইলেন, "তেরি আখো কে সিবা দুনিয়া মে রাখ্কা কেয়া হ্যায়" গানটি। এই গান গেয়ে শ্রদ্ধা জানালেন শান। লিখলেন, "যে আপনার গান শোনেনি, সে ভালবাসা কি জানেই না!"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birthday, Madan mohan, Music Director, Shaan