Home /News /entertainment /
মেয়ে সারার কাণ্ডে লজ্জায় মুখ ঢাকলেন মা অমৃতা সিং ! দেখুন ভিডিও--

মেয়ে সারার কাণ্ডে লজ্জায় মুখ ঢাকলেন মা অমৃতা সিং ! দেখুন ভিডিও--

কী এমন করলেন সারা ?

 • Share this:

  #মুম্বই:মেয়ের কাণ্ডে মুখ ঢাকলেন মা! কথা হচ্ছে মা অমৃতা সিং আর মেয়ে সারা আলি খানের। সম্প্রতি সারা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর টেবিলে বিশাল এক দোসা আর তার সামনে মুখ ঢেকে বসে আছেন অমৃতা সিং । ভিডিওটি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

  মা বিশাল দোসার সামনে বসে... এই অবস্থায় মায়ের ভিডিও শ্যুট করলেন সারা। মায়ের সঙ্গে মজা করে ক্যাপশনে লিখেছেন, 'মা আর আমি যখন খাবার খেতে বাইরে গিয়েছিলাম, ডায়েটের কথা মাথাতেও আসেনি। এত খাবার খাওয়া সহজ কাজ নয়। যাঁরা খাওয়া প্রতিযোগিতায় নাম দেয়, তাঁরাও সহজে এত খেতে পারবে না।'

  'কেদারনাথ' দিয়ে সিনেমায় হাতেখড়ি সারার। প্রথম ছবিতেই প্রশংসা কুড়োন। রণবীর সিং-এর সঙ্গে 'সিম্বা'তেও সুপারহিট! পাইপলাইনে রয়েছে কার্ত্তিক আরিয়ানের সঙ্গে 'লাভ আজকাল ২' এবং বরুণ ধাওয়ানের সঙ্গে 'কুলি নম্বর ওয়ান'।

  First published:

  Tags: Amrit singh, Dosa, Sara Ali Khan

  পরবর্তী খবর