হোম /খবর /বিনোদন /
ছোটবেলার ছবি শেয়ার করলেন সারা আলি খান ! দেখুন ভাইরাল ছবি

ছোটবেলার ছবি শেয়ার করলেন সারা আলি খান ! দেখুন ভাইরাল ছবি

সম্প্রতি ছোটবেলার বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন তিনি।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: লকডাউন চলছে দেশজুড়ে। এই সময় ঘরে বন্দি হয়ে রয়েছেন বলি সেলেবরা। বন্ধ সিনেমাহল। বন্ধ সিনেমা সিরিয়ালের শ্যুটিং। এই সময় ঘরে থেকেই কখনও শরীর চর্চা, কখনও নাচ বা রান্না এসব করেই সময় কাটছে সেলেবদের। এই তালিকায় আছেন সারা আলি খানও।

photo source Instagram photo source Instagram

সারা তাঁর ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার ছবি পোস্ট করছেন। কখনও মায়ের সঙ্গে ছবি তো আবার কখনও দিদার সঙ্গে ছবি পোস্ট করছেন।

দিদার কোলে সারা। photo source Instagram দিদার কোলে সারা। photo source Instagram

তিনি তাঁর ফ্যানেদের সঙ্গে এভাবেই জুড়ে থাকার চেষ্টা করছেন। সম্প্রতি ছোটবেলার বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন তিনি। তবে শুধু ছোটবেলার ছবি নয় সেই সঙ্গে বড় হয়ে কতটা বদলেছেন তাঁরা, সে কথাও জানালেন ছবি পোস্ট করে।

photo source Instagram photo source Instagram
Published by:Piya Banerjee
First published:

Tags: Bollywood, Instagram, Sara Ali Khan, Viral Picture