#মুম্বই: ২০ ডিসেম্বর তিন বছরে পা দিল তৈমুর আলি খান। সইফ ও করিনার ছেলে। অমৃতা সিংয়ের সঙ্গে ডিভোর্সের পর বিয়ে করেন করিনা ও সইফ। তৈমুরের আগে সইফের আগের পক্ষ অর্থাৎ সইফ অমৃতার দুই ছেলে মেয়ে রয়েছে। সারা আলি খান সইফ-অমৃতার মেয়ে। বিচ্ছেদের পরেও দুই ছেলে মেয়ের সঙ্গে খুবই ভাল সম্পর্ক পতৌদি পরিবারের। সারা আলি খানের সঙ্গে করিনা ও তৈমুরেরও মিষ্টি সম্পর্ক।
তৈমুরের জন্মদিনে একান্ত নিজের কিছু ছবি শেয়ার করলেন সারা। ছবিতে তৈমুরকে খাইয়ে দিচ্ছেন সারা। একদম মায়ের মতো যত্নে। ভাইকে নিয়ে বেজায় খুশি সারা। সারা ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতায় বলিউডে মাটি শক্ত করেছেন। তাঁর ও তৈমুরের এই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ছবি পোস্ট করে সারা তৈমুরকে, "টিম টিম" বলে ডেকেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kareena kappor, Sara Ali Khan, Taimur