'তাড়াতাড়ি সেরে উঠুন স্যার', অমিতাভের জন্য প্রার্থনা করলেন সঞ্জয় দত্ত !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বলিউডে যেন একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। তবে বিগবির করোনা আক্রান্তের খবর মানতে পারছেন না কেউই।
#মুম্বই: করোনায় আক্রান্ত কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অমিতাভ নিজেই এই খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর গোটা পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ দশদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
Praying for a speedy recovery, Sir. Get well soon https://t.co/u0GMNAOyCw
— Sanjay Dutt (@duttsanjay) July 11, 2020
advertisement
এই খবরে ভেঙে পড়েছে গোটা বলিউডসহ হাজার হাজার মানুষ। সকলেই ট্যুইটারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখলেন, " আপনার দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সেরে উঠুন স্যর।" অমিতাভের জন্য সকলেই চিন্তিত হয়ে পড়েছেন। বলিউডে যেন একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। তবে বিগবির করোনা আক্রান্তের খবর মানতে পারছেন না কেউই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2020 12:03 AM IST