অমিতাভের KBC-র প্রশ্নে সঞ্জনা সাংঘি ও 'দিল বেচারা' , আবেগে ভাসলেন সুশান্তের শেষ নায়িকা

Last Updated:

অমিতাভের KBC-তে প্রশ্ন করা হয় সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা' নিয়ে

#মুম্বই: ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কওন বনেগা ক্রোড়পতির নয়া সিজন! অমিতাভ বচ্চনের তুমুল জনপ্রিয় কেবিসি-তে বাদ যাননি সুশান্ত আর তাঁর শেষ ছবি 'দিল বেচারা'! ছবিটির একটি গান চালিয়ে প্রতিযোগীকে অমিতাভ প্রশ্ন করেন, '' এই গানটি যে ছবির, তাতে কোন নায়িকা প্রথম অভিনয় করেন?''
সঠিক উত্তর সঞ্জনা সাংঘি... নবাগতা সঞ্জনা সুশান্তের জীবনের শেষ নায়িকা! এমনিতেই 'দিল বেচারা' সঞ্জনার জীবনের খুব কাছের ছবি, এবার সেই ছবির সূত্র ধরেই তাঁর নাম ভেসে উঠল কেবিসি-র মঞ্চে... স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ অভিনেত্রী! ইনস্টাগ্রামে সঞ্জনা শোয়ের সেই ক্লিপ শেয়ার করে লেখেন, '' আমার গোটা ছোটবেলা, প্রতিটা উইকেন্ড কেটেছে সপরিবারে অমিতাভ বচ্চনের কওন বনেগা ক্রোড়পতি দেখে।'' আবেগাপ্লুত সঞ্জনার ভাষায়, '' আমি খুব অবাস্তব বিষয়ে স্বপ্ন দেখি। কতবার কল্পনা করেছি, আমি ওই হট সিট-টায় বসে, জেনারেল নলেজের প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার কেবিসির একটা নতুন সিজনের শুরুতেই আমাকে নিয়ে প্রশ্ন ? আমি আর আবেগ ধরে রাখতে পারছি না''
advertisement
advertisement
advertisement
লেখক জন গ্রিন-এর 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার' থেকে অনুপ্রাণিত সুশান্তের শেষ সিনেমা 'দিল বেচারা'। ২০১৮ সালেই শ্যুটিং শেষ হয়ে যায় মুকেশ ছাবরা পরিচালিত এই ছবির, কিন্তু নানাবিধ জটিলতায় মুক্তি আটকে যায় । সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি 'দিল বেচারা'র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। গত ২৪ জুলাই হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পায় 'দিল বেচারা'। ডিজনি হটস্টার জানায়, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অমিতাভের KBC-র প্রশ্নে সঞ্জনা সাংঘি ও 'দিল বেচারা' , আবেগে ভাসলেন সুশান্তের শেষ নায়িকা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement