'বিয়েতে এমনই সাজতে চেয়েছিলাম', নতুন বেশে ধরা দিয়ে বললেন সানা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সানা। নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই বিয়ের পরে গোলাপ ও জুঁই ফুল দিয়ে সেজে ছবি শেয়ার করলেন তিনি।

#মুম্বই: অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রুপোলি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। আর তার এক মাসের মধ্যেই গুজরাতের ব্যবসায়ী আনাস সইয়াদের সঙ্গে বিয়ে করেন তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের বিয়ে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ট্রোলিংও কম হয়নি নবদম্পতিকে নিয়ে। তবে সেসবে কান দেননি অভিনেত্রী। এবার ফুলের সাজে একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সানা। নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই বিয়ের পরে গোলাপ ও জুঁই ফুল দিয়ে সেজে ছবি শেয়ার করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে সানার মাথা পুরোটাই ঢাকা ফুল দিয়ে আর হাত ভর্তি মেহেন্দি। হলুদ স্যুটের সঙ্গে মাল্টি কালারের একটি ওড়না। নেটিজেনদের দাবি, সব মিলিয়ে হাসিখুশি সানাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি আনাসের সঙ্গে সুখেই রয়েছেন।
advertisement
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে সানা লিখেছেন, বিয়েতে আমি সবসময়ে এরকম কিছুই পরতে চাইতাম। কিন্তু অর্ডার করতে ভুলে গিয়েছিলাম। নাসরিন দিদিকে ধন্যবাদ, যিনি নিকাহর দিন এটা আমায় এনে দেন। যদিও বিয়ের দুদিন পরে এটি আমি পরেছিলাম। কিন্তু ফুলগুলি একইরকম তাজা ছিল।
advertisement
প্রসঙ্গত, সানা গত ২০ নভেম্বর আনাস সইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পরেই নিজের নামেও বদল আনেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, সইয়াদ সানা খান। কিছুদিন আগেই তাঁরা কাশ্মীর থেকে মধুচন্দ্রিমা সেরে এলেন। সেখান থেকে বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। বিয়ের ঠিক এক মাস আগে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি অভিনয় ও গ্ল্যামার জগত ত্যাগ করলেন। এবার তিনি ধর্মের কাজে মন দেবেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বিয়েতে এমনই সাজতে চেয়েছিলাম', নতুন বেশে ধরা দিয়ে বললেন সানা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement