#মুম্বই: শুক্রবার আবার মা হয়েছেন বলিউডের অভিনেত্রী সমীরা রেড্ডি। তিনি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। মা হওয়ার পর সমীরার জীবনটাই বদলে গিয়েছে। মেয়ের হাত ধরে প্রথম ছবি তিনি শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। এবার মেয়ের ছবি পোস্ট করলেন তিনি।
মেয়ের ছবি প্রকাশ্যে এনে সমীরা ক্যাপশানে লিখেছেন, ''এই ছোট্ট মেয়েই আমাকে বন্য ঘোড়ার মতোই নতুন শক্তি দিয়েছে। ও আবার আমায় নিজেকে নতুন করে খুঁজে নিতে সাহায্য করছে। ও জানে আমি হারিয়ে গিয়েছিলাম, ও আমায় আবার নতুন রাস্তা দেখাচ্ছে। মাতৃত্বের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছি। এই সময়ের শারীরিক পরিবর্তন, অনুভূতির পরিবর্তন সবকিছুই অন্যরকম। আমি ভীষণ খুশি, মানুষ আমার পাশে থেকেছে। আমি কন্যাসন্তানই চেয়েছিলাম, সেটাই পেয়েছি আশীর্বাদস্বরূপ। ''---
পুরো খবর পড়ুন