• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমনের সাক্ষাৎ

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমনের সাক্ষাৎ

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমন

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমন

রেস থ্রি ছবির জন্য এখন কাশ্মীরে ভাইজান ৷ নিজে গাড়ি চালিয়েই ঘুরছেন শ্যুটিং লোকেশন ৷

 • Share this:

  #মুম্বই: রেস থ্রি ছবির জন্য এখন কাশ্মীরে ভাইজান ৷ নিজে গাড়ি চালিয়েই ঘুরছেন শ্যুটিং লোকেশন ৷ ছবির পরিচালক রেমো ডি সুজা একনও পৌঁছননি ৷ এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সলমন স্বয়ং ৷ সঙ্গে রয়েছেন রমেশ এস তারুনিও ৷ আপাতত এই দুজন এখন কাশ্মীরে, দেখা করলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে ৷ প্রায় ঘন্টা খানেক কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷

  কাশ্মীরে সলমন কাশ্মীরে সলমন

  সলমনকে কাছে পেয়ে দারুণ খুশি ভক্তরা ৷ ভাইজানের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত তারা ৷

  ভক্তদের সঙ্গে ছবি ভাইজানের ভক্তদের সঙ্গে ছবি ভাইজানের কচিকাচাদের সঙ্গে ভাইজান কচিকাচাদের সঙ্গে ভাইজান

  আরও পড়ুন আসারাম বাপু-র মতো সলমনও ভুগছেন একই রোগে !

  আপাতত সোনমার্গে শ্যুটিং লোকেশনে পৌঁছেছেন রেস থ্রির টিম ৷ এর আগে বজরঙ্গি ভাইজানের শ্যুটিং হয় সোনমার্গেই ৷

  রেস থ্রি ছবির সকলে রেস থ্রি ছবির সকলে

  সলমন ছাড়াও এই ছবিতে আছে অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন, ডেইজি শাহ ৷

  First published: