#মুম্বই: দু'বছরে পা দিল খান-শর্মা পরিবারের সবচেয়ে আদরের সদস্য, সলমন খানের বোন অর্পিতা খান-এর ছেলে আহিল শর্মা। দুবাইয়ে বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন অর্পিতা ও আয়ুশ শর্মা।
আরও পড়ুন-সোনার গুঁড়ো দেওয়া কফি খেলেন সঞ্জয় দত্তের মেয়ে, দাম জানলে চমকে যাবেন!
মামা, সলমন এই মুহূর্তে মিডল ইস্ট-এ রেমো ডি'সুজার ছবি 'রেস থ্রি'র শুটিং করছেন। সেই কারণেই আবু ধাবিতে পার্টির আয়োজন। হাজির ছিলেন জ্যাকলিন, ববি দেওল, ডেইজি শাহ সহ গোটা 'রেস থ্রি' টিম। জমজমাট পার্টিতে ডান্স ফ্লোর কাঁপিয়ে দিলেন সলমন আর ববি। 'জুম্মে কি রাত'-এর তালে নাচ করে তাক লাগালেন অর্পিতা আর জ্যাকলিন!
গতবছর আহিলের জন্মদিনে অস্ট্রিয়ায় 'টাইগার জিন্দা হ্যায়'-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন সল্লু মিঞা। কিন্তু তাও, ২২ ঘণ্টা প্লেন সফর করে উপস্থিত হয়েছিলেন মলদ্বিপে, আহিলের জন্মদিনে। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী লুলিয়া।
আরও পড়ুন-সলমন-এর 'ভারত'-এ প্রিয়াঙ্কাকে সরিয়ে এলেন ক্যাটরিনা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ahil, Arpita Khan Sharma, Bobby Deol, Jaquiline Fernandez, Salman Khan