Salman Khan in KIFF: KIFF পড়তে গিয়ে KISS পড়েছি ভুল করে! চলচ্চিত্র উৎসবের মঞ্চে উঠেই মস্করা সলমন খানের

Last Updated:

Salman Khan in KIFF: বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে।

সলমন খান চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে
সলমন খান চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে
কলকাতা: কলকাতায় সলমন খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে হাজির হলেন বলিউডের ভাইজান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। বলিউড এবং টলিউডের তাবড় তাবড় শিল্পীদের দেখা মিলল মঞ্চে। সলমন ছাড়াও ছিলেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া-সহ আরও অনেকে। ফিল্ম ফেস্টিভ্যালের এ বছরের থিম ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’।
বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে। সবার বক্তব্য শেষ হওয়ার পর দর্শকদের উল্লাসধ্বনি পেরিয়ে এল সলমনের গলা।
advertisement
advertisement
সলমন বললেন, ‘‘মমতাদি আমাকে বলেছিলেন ফিল্ম ফেস্টিভ্যালে আসতে। সোনাক্ষী জানে, একবার যো ম্যায়নে যব কমিটমেন্ট কর দেতা হু, তব ম্যায় খুদ কে ভি নেহি সুনতা (‘ওয়ান্টেড’ ছবিতে নিজের সংলাপ)। আমি মনে করি, এটা অন্যতম বৃহৎ ফিল্ম ফেস্টিভ্যাল। আমি সত্যি এটা দেখতে চেয়েছিলাম যে দিদির বাড়িটা আমার বাড়ির থেকে গিয়ে ছোট কিনা। দেখলাম সত্যি! দিদির ঘর আমার ঘরের থেকে ছোট। আমার এটা নিয়ে সত্যি হিংসা হচ্ছে। আমার ঘরে অনেকেই এসেছেন। এটা আমার কাছে সত্যি আশ্চর্যের। কীভাবে এই রকম একটি পদে আসীন কেউ এত ছোট ঘরে থাকেন?’’ তারপর বাংলায় তিনি বললেন, ‘‘আমি তোমাকে ভালোবাসি।’’
advertisement
মঞ্চে দাঁড়িয়ে মস্করাও করে নিলেন সলমন। তিনি বললেন, ‘‘আমি প্রথমে শুনেছিলাম KISS, পড়ে আমি বুঝলাম KIFF (কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল), যেভাবে ভালবাসা, সম্মান সবটা জড়িয়ে রয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan in KIFF: KIFF পড়তে গিয়ে KISS পড়েছি ভুল করে! চলচ্চিত্র উৎসবের মঞ্চে উঠেই মস্করা সলমন খানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement