#MeeToo: নিজের 'খারাপ' অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন সেফ
Last Updated:
#মুম্বই: প্রাক্তন মিস ইন্ডিয়া-অভিনেত্রী তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর ফের #MeeToo বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া-সহ গোটা দেশ। প্রকাশ্যে আসছে একের পরে এক ঘটনা! তবে শুধু মহিলারাই নয়, পুরুষরাও শেয়ার করছেন তাঁদের 'ভয়ঙ্কর' অভিজ্ঞতা । এবার মুখ খুললেন খোদ সেফ আলি খান।
ছোটে নবাবের ভাষায়, যৌন হেনস্থার মুখে না পড়লেও ২৫ বছর আগে তাঁরও একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল।। আর সেই ঘটনার ক্ষোভ এখনও মনে চেপে রেখেছেন তিনি! নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই #MeeToo অভিযোগকারিণীদের পাশে রয়েছেন সেফ । সমর্থন করছেন #MeeToo আন্দোলনকে। ত২আর দাবি, কোনও পুরনো ঘটনার অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন, তা হলে তাঁরও যেন কড়া শাস্তি হয়!
advertisement
অন্যদিকে, #MeeToo বিতর্কে মুখ খোলেন ইমরান হাসমিও। তাঁর মত, ‘‘পুরুষদের আরও অনেক বেশি সংবেদনশীল হওয়া দরকার এবং মহিলাদের জন্য প্ল্যাটফর্মটা আরও বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন। পরস্পরকে পাশাপাশি থেকে কাজ করতে হবে, পরস্পরের সম্মতিতেই।''
advertisement
ইমরানের প্রযোজনা সংস্থা 'ইমরান হাসমি ফিল্মস'-এ কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে কঠোর নির্দেশিকা রয়েছে। কাজের জায়গায় কোনও রকম অশালীন আচরণ তার সংস্থায় বরদাস্ত করা হবে না। তাঁর সংস্থায় যারা কাজ করে তাঁদের চুক্তিপত্রতেও তা উল্লেখিত রয়েছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2018 9:37 AM IST