বান্টি অওর বাবলি ২-তে অভিষেকের বদলে রানির সঙ্গে জুটি বাঁধলেন সইফ আলি খান !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বান্টির চরিত্রে অভিষেক নয় সইফ আলি খানকে দেখা যাবে।
#মুম্বই: "বান্টি অওর বাবলি"। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ছবির সুপারহিট জুটি ছিলেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। এই দুই চোর গোটা তাজমহল বেঁচে দিয়েছিল ছবিতে। তাদের উৎপাতে নাজেহাল অবস্থা হয়েছিল শহরের। এই ছবিতে আইটেম ডান্স করে আজও সকলের মনে গেঁথে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। 'কাজরা রে'-তে তাঁর নাচ ভোলার নয়। ছিলেন বিগবি অমিতাভ বচ্চনও। বান্টি অওর বাবলি ২-তে এরা কেউই থাকছেন না। তবে রানি থাকছেন। বান্টির চরিত্রে অভিষেক নয় সইফ আলি খানকে দেখা যাবে।
এই ছবিতে জুনিয়র বান্টি বাবলির চরিত্রে অভিনয় করবেন সিদ্ধান্ত চর্তুবেদি ও শরবরী। ছবির পরিচালকও নতুন। তিনি বরুণ শর্মা। ২০২০ তেই মুক্তি পাবে যশ রাজ ফিল্মস-এর এই নতুন ছবি।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2019 12:52 AM IST