‘সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটটা ভৌতিক ছিল’, ১১ ঘণ্টার জেরায় মুম্বই পুলিশের কাছে জানালেন রিয়া!

Last Updated:

রিয়া পুলিশকে জানিয়েছেন, সুশান্তের সঙ্গে ওই বাড়িতে থাকাকালীন বাড়িটার কিছু কিছু ঘটনা নাকি অস্বাভাবিক লেগেছিল তাঁদের ।

#মুম্বই: বারবার উঠে আসছে এই বঙ্গতনয়ার নাম । রিয়ার সঙ্গেই নাকি সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত । তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল নভেম্বরে । বাড়িতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল । কিন্তু এই প্রেমের শেষ পাতাটা লেখা বাকিই থেকে গেল ।
সুশান্তের মৃত্যুর জন্য বারবার আঙুল উঠছে এই রিয়ার দিকেই । তদন্ত শুরু করেই সবার আগে রিয়া চক্রবর্তীকে জেরা করেছে মুম্বই পুলিশ । টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে অনেক কথাই খোলসা করেছেন রিয়া । শোনা যাচ্ছে, তিনি স্বীকার করেছেন তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্কের অবনতি হয়েছিল । তিনি জানিয়েছেন, সুশান্তের থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন ।
advertisement
শোনা যাচ্ছে, লকডাউনের শুরুতে একই সঙ্গে ছিলেন সুশান্ত-রিয়া । এরপর কোনও কারণে মোনমালিন্য হওয়ায় নিজের এক বান্ধবীর বাড়ি চলে যান অভিনেত্রী । তারপর থেকে সুশান্তের ফোন ধরাও প্রায় বন্ধ করে দেন । মৃত্যুর আগের রাতেও রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত । ফোন ধরেননি রিয়া । শুধু তাই নয়, মহেশ ভাটের পরামর্শ মেনে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছিলেন রিয়া, এমনটাও শোনা গিয়েছে ।
advertisement
advertisement
advertisement
এ বার জানা গেল, সুশান্তের বান্দ্রার ওই বাড়িই নাকি ছিল ভৌতিক বাড়ি । বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, রিয়া পুলিশকে জানিয়েছেন, সুশান্তের সঙ্গে ওই বাড়িতে থাকাকালীন বাড়িটার কিছু কিছু ঘটনা অস্বাভাবিক লেগেছিল তাঁদের । এমনকি এই বাড়ি পরিবর্তন করার কথাও বলেছিলেন সুশান্ত ।
অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ব্রেকআপের পর বান্দ্রার কেপ্রি অ্যাপার্টমেন্টের এই বিলাসবহুল বাড়িটায় উঠে আসেন সুশান্ত । তিন বেডরুমের এই বাড়িটাকে নিজের মনের মতো করে সাজিয়েছিলেন তিনি । সমুদ্রের ধারে বাড়ি নিয়েছিলেন, যাতে পরিষ্কার রাতের আকাশ দেখা যায় । প্রতি মাসে সাড়ে ৪ লাখ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত । কিন্তু সেই বাড়িই নাকি ছিল ভৌতিক!
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটটা ভৌতিক ছিল’, ১১ ঘণ্টার জেরায় মুম্বই পুলিশের কাছে জানালেন রিয়া!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement