বিগবস ১৪-র ট্রফি তুলে নিলেন রুবিনা দিলাইক! দ্বিতীয় রাহুল, তৃতীয় নিক্কি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ফিনালে নিয়ে চলছিল তুমুল জল্পনা। টপ ফাইভে পৌঁছন রুবিনা, রাহুল বৈদ্য, নিক্কি তাম্বোলি, রাখি সাওয়ান্ত ও আলি গনি। কিন্তু সবাইকে পিছনে ফেলে বিজয়ী হন রুবিনা।
#মুম্বই: অবশেষে বিগবস বিজয়ী হলেন অভিনেত্রী রুবিনা দিলাইক। টেলিভিশনের এই জনপ্রিয় শো নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ প্রবল। তাই ফিনালে নিয়ে চলছিল তুমুল জল্পনা। টপ ফাইভে পৌঁছন রুবিনা, রাহুল বৈদ্য, নিক্কি তাম্বোলি, রাখি সাওয়ান্ত ও আলি গনি। কিন্তু সবাইকে পিছনে ফেলে বিজয়ী হন রুবিনা।
ফিনালে-তে ১৪ লক্ষ টাকা নিয়ে শো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাখি সাওয়ান্ত। এর পরেই চার জনের মধ্যে থেকে সবচেয়ে কম ভোট পেয়ে আউট হন অভিনেতা তথা মডেল আলি গনি। এই ফলাফলে বেশ অবাক হন অভিনেত্রী নিক্কি তাম্বোলি। কারণ অনেকেরই ধারণা ছিল তিনি প্রথম তিন-এ পৌঁছবেন না। ফলে এই ফলাফল ঘোষণা হতেই তিনি কেঁদে ফেলেন। দর্শকদের ধন্যবাদ জানান তিনি।
advertisement
advertisement
advertisement
কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড রানার আপের নাম ঘোষণা হয়। সেকেন্ড রানার আপ হন নিক্কি তাম্বোলি। তার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনার পারদ চড়ে বিগবসের মঞ্চে। এবং বিজেতা হিসেবে রুবিনার নাম ঘোষণা করেন সঞ্চালক সলমন খান। প্রসঙ্গত বিজয়ী হিসেবে এদিন রুবিনা জিতছেন বিগবসের ট্রফি এবং ৩৪ লক্ষ টাকা।
প্রসঙ্গত, এদিন বিগ বসের অন্যান্য প্রতিযোগী যাঁরা এবার অংশ নিয়েছিলেন তাঁরাও উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে রাখি সাওয়ান্ত নাচেন। এছাড়া এসেছিলেন নোরা ফাতেহি। আলি গনি ও তাঁর বান্ধবী জেসমিনও এদিন একটি গানে নাচেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2021 12:18 AM IST