সুইমিং পুলে সিদ্ধার্থ ও রেশমির HOT রোম্যান্স, আগুন ছড়াল সোশ্যাল মিডিয়ায়
Last Updated:
বিগ বস ১৩- প্রথম থেকেই সব বিষয়ে সিদ্ধার্থ শুক্লা রয়েছেন লাইম লাইটে । বাড়িতে মধ্যমনি হওয়ার সুযোগটা ঠিক তৈরি করে নিচ্ছেন সিদ্ধার্থ।
#মুম্বই: টিভি-র সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৩ ( (Bigg Boss 13) প্রায় প্রতিদিন কোনও কোনও বিষয়ের জন্য শিরোনামে থাকে ৷ এর মূল কারণ হচ্ছে বিগ বসের বাড়িতে হতে থাকা লড়াই-ঝগড়া ৷ বিগ বসের বাড়ি মানেই ঝগড়া, ঝামেলা, চিৎকার চেঁচামেচি ৷ কিন্তু বর্তমান বিগ বসের ছবিটি একদম অন্যরকম ৷ সিদ্ধার্থ শুকলা ও রেশমি দেশাইয়ের রোম্যান্স মন কেড়েছে দর্শকদের ৷
বিগ বস ১৩- প্রথম থেকেই সব বিষয়ে সিদ্ধার্থ শুক্লা রয়েছেন লাইম লাইটে । বাড়িতে মধ্যমনি হওয়ার সুযোগটা ঠিক তৈরি করে নিচ্ছেন সিদ্ধার্থ। প্রথম দিকে ঝামেলার কারণে ও এখন রোম্যান্সের কারণে লাইম লাইটে রয়েছেন সিদ্ধার্থ ৷ বিগ বস হাউসে তার ও রেশমির মধ্যে চলা রোম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ৷ জানা গিয়েছে, বিগ বসের আরেক সদস্য শহনাজ গিল ভিডিওটি শ্যুট করেছেন ৷
advertisement
সম্প্রতি বিগ বস ১৩ এর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার হয়েছে ৷ এই ভিডিও রেশমি দেশাই ও সিদ্ধার্থ শুকলাকে রোম্যান্স করতে দেখা গিয়েছে ৷ ভিডিও-র ক্যাপশানে লেখা রয়েছে-‘দিল সে দিল তক, বেডরুম থেকে সুইমিং পুল পর্যন্ত, সিদ্ধার্থ ও রেশমির রোম্যান্সে লেগেছে আগুন ৷’ এই এপিসোড সোমবার রাতে দেখানো হবে ৷
advertisement
advertisement
মনে করা হচ্ছে এটা কোনও টাস্কের অংশ যেখানে শহনাজকে ডিরেক্টরের ভূমিকা দেওয়া হয়েছে ৷ সিদ্ধার্থ ও রেশমিকে রোমান্টির স্কিনে অ্যাক্ট করতে হবে ৷ ভিডিওটি দেখে প্রথমে সকলেই চমকে গিয়েছে কারণ প্রথম থেকেই রেশমি দেশাই ও সিদ্ধার্থের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে ৷ রেশমি একাধিকবার স্বীকারও করেছেন যে সিদ্ধার্থকে তিনি পছন্দ করেন না ৷
advertisement
Dil se Dil tak, bedroom se swimming pool tak lagne wali hai @sidharth_shukla aur @TheRashamiDesai ke beech romance ki chingari!
— COLORS (@ColorsTV) November 24, 2019
Watch this tonight at 10:30 PM.
Anytime on @justvoot. @Vivo_India @AmlaDaburIndia @bharatpeindia @BeingSalmanKhan #BiggBoss13 #SalmanKhan #SidRa pic.twitter.com/BiSkb2IKCG
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2019 12:52 PM IST