‘সইফের মেয়ে হয়েও সারা হাতজোড় করে কাজ চেয়েছিল’, পুরনো ভিডিওতে ব্যাপক ট্রোলড রোহিত শেট্টি!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
রোহিতের এই ভিডিও ভাইরাল হতেই ফের বলিউডের স্বজনপোষণ বিতর্ক ছাড়িয়ে পড়ে ট্যুইটারে । নেটিজেনরা মারাত্মক চটে যান পরিচালকমশাইয়ের উপর ।
#মুম্বই: ফের বলিউডে নেপোটিজম বিতর্ক । এ বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সারা আলি খান আর রোহিত শেট্টি । সম্প্রতি নেট দুনিয়ায় একটি পুরনো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে । আর সেই ভিডিও থেকেই যত বিতর্কের জন্ম । ভিডিওটি ‘সিম্বা’ ছবির প্রচারের সময়ের । ‘দ্য কপিল শর্মা’ শোয়ে এসে রোহিত শেট্টি এই মন্তব্যটি করেছিলেন সারা আলি খান সম্বন্ধে ।
তিনি বলেছিলেন, ‘‘এখন ও স্টার হয়ে গিয়েছে, এখন আর বলতে বাধা নেই । সইফ আলি খান আর অমৃতার মেয়ে হয়েও সারা আমার কাছে এসেছিল । হাতজোড় করে বলেছিল, সিনেমায় চান্স দেওয়ার জন্য । শুনে আমার চোখে জল চলে আসে ।’’
Rohit Shetty said he cried and gave the role instantly when sara ali khan asked for a role.
Because, she is "saif ali khan ki beti" Thousands of normal kids beg for roles, get rejected and ignored. Clapping on these stupid stories is how we have normalized nepotism. pic.twitter.com/Iavg2WT6eP — An Open Letter (@AnOpenLetter001) August 19, 2020
advertisement
advertisement
রোহিতের এই ভিডিও ভাইরাল হতেই ফের বলিউডের স্বজনপোষণ বিতর্ক ছাড়িয়ে পড়ে ট্যুইটারে । নেটিজেনরা মারাত্মক চটে যান পরিচালকমশাইয়ের উপর । সকলেই বলতে থাকেন, রোহিতের এই কথার মধ্যে নেপোটিজমের ছাপ স্পষ্ট ।


advertisement

দেশের এরকম হাজার হাজার প্রতিভাবান ছেলে-মেয়ে রোজ হাতজোড় করছে, অনুনয় বিনয় করছে, কত অনুরোধ করছে, হাতে-পায়ে ধরছে । কিন্তু তাঁদের প্রার্থনা শুনে তো কারও চোখে জল আসে না । আর তাঁদের অভিনয়ের সুযোগও দেওয়া হয় না । সারা নেপো-কিডস বলেই তিনি এই সুযোগ পেয়েছেন ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2020 11:54 AM IST