পাওয়ার কাট, এমার্জেন্সি দরজা বন্ধ! হায়দরাবাদ বিমানবন্দরে আটকে পড়লেন রীতেশ দেশমুখ
Last Updated:
#হায়দরাবাদ: ট্র্যাভেল করতে গিয়ে হায়দরাবাদ বিমানবন্দরে সাময়িকভাবে আটকে পড়লেন রীতেশ দেশমুখ ৷ সঙ্গে সঙ্গে বিমানবন্দরের সেই অব্যবস্থা নিয়ে ভিডিও তুলে নিলেন ৪০ বছরের অভিনেতা ৷ সেই ভিডিও পোস্টও করলেন ট্যুইটার হ্যান্ডেলে ৷
ভিডিও-তে দেখা যায় হঠাৎই এয়ারপোর্টের মধ্যে পাওয়ার কাট হয়ে যায় ৷ ফলে এলিভাটর বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আপদকালীন দরজাটি সে সময় তালা বন্ধ করা ছিল ৷ বারংবার বলা সত্ত্বেও ওই দরজা খুলে দিতে রাজি হননি নিরাপত্তারক্ষীরা ৷ ফলে ওইখানে আটকে পড়েন সাধারণ মানুষ ৷ রীতেশ প্রশ্ন তোলেন, যদি এই জায়গায় আগু লাগে তাহলে তো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে ৷
advertisement
অন্য আর একটিভিডিও পোস্ট করে রীতেশ লেখেন, মানুষের বেরনোর একমাত্র এমার্জেন্সি দরজাটা এভাবে বন্ধ করে রাখা যায় না ৷ পাশাপাশি হায়দরাবাদ এয়াপোর্ট অথরিটিকে তিনি অনুরোধ জানান, দ্রুত ব্যবস্থা নিতে ৷
advertisement
প্রায় সঙ্গে সঙ্গেই অভিনেতার পোস্টের উত্তর আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ৷ তাঁরা জানান, এই অবাঞ্ছিত ঘটনার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী ৷ একটা সামান্য টেকনিক্যাল ফল্টের জন্য এই সমস্যা হয়েছিল ৷ খুব তাড়াতাড়ি তার সমাধান করা হয়েছে ৷ রীতিশের ট্যুইটের জন্য তাঁকে ধন্যবাদও জানানো হয় ৷
advertisement
So we were at the Hyderabad Airport Lounge - suddenly the power goes off- the way in & out is an elevator that shuts down. The only exit door is locked in a chain (Incase of FIRE it’s a tragedy waiting to happen)- pic.twitter.com/jO3TQhVlQG
— Riteish Deshmukh (@Riteishd) May 27, 2019
advertisement
Security personnel refuses to give permission to open the door at the cost of passengers missing thief flight.wake up Hyderabad airport Authority- public exits can’t be locked Incase of emergencies pic.twitter.com/JkdzpkX9uk — Riteish Deshmukh (@Riteishd) May 27, 2019
Hi Riteish, thank you for your valuable observation. In the current set up, there is a manual lock - the key is placed in a box next to the glass door and can be accessed in case of an emergency. (1/2)
— RGIA Hyderabad (@RGIAHyd) May 27, 2019
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2019 10:26 AM IST