পাওয়ার কাট, এমার্জেন্সি দরজা বন্ধ! হায়দরাবাদ বিমানবন্দরে আটকে পড়লেন রীতেশ দেশমুখ

Last Updated:
#হায়দরাবাদ: ট্র্যাভেল করতে গিয়ে হায়দরাবাদ বিমানবন্দরে সাময়িকভাবে আটকে পড়লেন রীতেশ দেশমুখ ৷ সঙ্গে সঙ্গে বিমানবন্দরের সেই অব্যবস্থা নিয়ে ভিডিও তুলে নিলেন ৪০ বছরের অভিনেতা ৷ সেই ভিডিও পোস্টও করলেন ট্যুইটার হ্যান্ডেলে ৷
ভিডিও-তে দেখা যায় হঠাৎই এয়ারপোর্টের মধ্যে পাওয়ার কাট হয়ে যায় ৷ ফলে এলিভাটর বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আপদকালীন দরজাটি সে সময় তালা বন্ধ করা ছিল ৷ বারংবার বলা সত্ত্বেও ওই দরজা খুলে দিতে রাজি হননি নিরাপত্তারক্ষীরা ৷ ফলে ওইখানে আটকে পড়েন সাধারণ মানুষ ৷ রীতেশ প্রশ্ন তোলেন, যদি এই জায়গায় আগু লাগে তাহলে তো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে ৷
advertisement
অন্য আর একটিভিডিও পোস্ট করে রীতেশ লেখেন, মানুষের বেরনোর একমাত্র এমার্জেন্সি দরজাটা এভাবে বন্ধ করে রাখা যায় না ৷ পাশাপাশি হায়দরাবাদ এয়াপোর্ট অথরিটিকে তিনি অনুরোধ জানান, দ্রুত ব্যবস্থা নিতে ৷
advertisement
প্রায় সঙ্গে সঙ্গেই অভিনেতার পোস্টের উত্তর আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ৷ তাঁরা জানান, এই অবাঞ্ছিত ঘটনার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী ৷ একটা সামান্য টেকনিক্যাল ফল্টের জন্য এই সমস্যা হয়েছিল ৷ খুব তাড়াতাড়ি তার সমাধান করা হয়েছে ৷ রীতিশের ট্যুইটের জন্য তাঁকে ধন্যবাদও জানানো হয় ৷
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাওয়ার কাট, এমার্জেন্সি দরজা বন্ধ! হায়দরাবাদ বিমানবন্দরে আটকে পড়লেন রীতেশ দেশমুখ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement