পাপা নেই ৩ দিন হল, শূন্য কাপুর বাংলোয় অবশেষে পৌঁছলেন ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা

Last Updated:
#মুম্বই: গত বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। লকডাউনের মধ্যেই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতি মুম্বইয়ের চন্দনওয়ারা শ্মশানে সেদিনই বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় অভিনেতার । একমাত্র ছেলে রণবীর কাপুর বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন । কিন্তু আসতে পারেননি ঋষি ও নিতু কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি ।
বাবাকে শেষ দেখাও দেখতে পাননি ঋদ্ধিমা । লকডাউের জেরে গোটা দেশেই ব্যহত পরিবহণ ব্যবস্থা । ঋদ্ধিমা থাকেন দিল্লিতে । লকডাউনের জেরে তিনি মুম্বই পৌঁছতে পারেননি তখন । অবশেষে আজ নিজের মেয়ে, ঋষি কাপুরের আদরের নাতনি সামারাকে নিয়ে মুম্বইয়ে পা রাখেন ঋদ্ধিমা । বাবা’কে অসম্ভব ভালবাসতেন ঋদ্ধিমা । কিন্তু শেষ সময়ে পাশে থাকতে পারেননি । দূর থেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘পাপা, আই লভ ইউ, আই ইউল অলওয়েজ লভ ইউ । RIP আমার সর্ব শক্তিমান যোদ্ধা । তোমাকে প্রত্যেকদিন মিস করব, তোমার রোজকার ফোন মিস করব ।’’
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাপা নেই ৩ দিন হল, শূন্য কাপুর বাংলোয় অবশেষে পৌঁছলেন ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement