ফুটবল খেলতে গিয়ে কাঁধে চোট পেলেন রণবীর
Last Updated:
#মুম্বই: সিনেমার সেটে নয় ৷ ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন রণবীর সিং ৷ তাঁর কাঁধে আঘাত লেগেছে। এ কথা জানিয়েছেন রণবীরের মুখপাত্র। এতে অবশ্য সিনেমার শ্যুটিংয়ে কোনও ব্যাঘাত হবে না। জোয়া আখতারের পরিচালনায় তাঁর পরের ছবি গালি বয়-এর শ্যুটিংয়ের কাজ চলবে। তবে তাঁর কাঁধে চোট লাগায় অনিশ্চয়তা দেখা দিয়েছে আইপিএল-এর মঞ্চে তাঁর পারফরম্যান্স নিয়ে ৷ ওই চোটের জায়গায় এক মাস নতুন করে যাতে আঘাত না লাগে, তার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷
তিনি আইপিএল-এর মঞ্চে পারফর্ম করতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি পারফর্ম করতে পারবেন কিনা সে সম্পর্কে দু-তিনদিন পর জানাবেন তাঁরা ৷ আর এই কয়েকটা দিন অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হবে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2018 6:33 PM IST