বিদ্যার এক কথায় বাস্তবেই এমনটা করলেন রাজকুমার রাও! দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই:  বিদ্যা বালন মানেই এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট। না শুধু সিল্কের জন্যি এই কথা নয়, বিদ্যার জন্যেও বলতে হয় এই কথা। কারণ বিদ্যা শুধু ভাল অভিনেত্রীই নন, তিনি ততটাই প্রাণবন্ত একটা মানুষ। তিনি সব সময় বেছে বেছে ছবি করেন। আর যে ছবিতেই বিদ্যা থাকেন সেই ছবিই মানুষের মনে জায়গা করে নেয়। ত২আর একটাই কারণ বিদ্যার অভিনয়।
এখন বিদ্যা আসতে চলেছেন একেবারে অন্য ভূমিকায়। মনে আছে রাজকুমার ইরানির ছবি 'লাগে রাহো মুন্নাভাই'-এর কথা? সেখানে বিদ্যাকে দেখা গিয়েছিল তিনি রেডিও-তে চাকরি করেন। রেডিওতে তিনি শো করেন। আর সেই গলা শুনেই বিদ্যার প্রেমে পড়েছিলেন মুন্নাভাই। এবার সেরকমই এক ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। রোজ সোমবার থেকে শুক্রবার বিগ এফএম- শোনা যাবে বিদ্যার গলা। এই শোর নাম 'ধুন বদলকে তো দেখ'। এবার সেই শোয়ের হয়েই বিদ্যা সবার দিকে ছুঁড়ে দিলেন এক নতুন চ্যালেঞ্জ। নাচের স্টেপ করতে বললেন সকলকে। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই পারবেন এই নাচ নাচতে। তারপর শুধু ইনস্টাগ্রামে গিয়ে #@DhunBadalkeToDekho তে ট্যাগ করে দিন। পৌঁছে যাবে সোজা বিদ্যার কাছে। আপনাকে ডেকেও নিতে পারেন বিদ্যা তাঁর রেডিও শো তে। বিদ্যার চ্যালেঞ্জ মেনে নিয়েছেন অনেকেই। রাজকুমার রাও, অদিতি হায়দারির মতো অনেকেই নেচেছেন বিদ্যার মতো করে।--
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিদ্যার এক কথায় বাস্তবেই এমনটা করলেন রাজকুমার রাও! দেখুন ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement