হোম /খবর /বিনোদন /
পর্ন-কাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা, পুলিশের কাছে সাক্ষী হলেন তাঁরই ৪ কর্মচারী!

Raj Kundra Porn Case: পর্ন-কাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা, পুলিশের কাছে সাক্ষী হলেন তাঁরই ৪ কর্মচারী!

রাজ কুন্দ্রা।

রাজ কুন্দ্রা।

পর্ন-ফিল্মের ব্যবসার মামলায় (Raj Kundra Porn Case) শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ঘিরে ধরছে মুম্বই পুলিশ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: পর্ন-ফিল্মের ব্যবসার মামলায় (Raj Kundra Porn Case) শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ঘিরে ধরছে মুম্বই পুলিশ। রবিবার আরও বিপাকে পড়লেন সেলিব্রিটি ব্যবসায়ী, কারণ তাঁরই সংস্থার চার কর্মচারী পুলিশের কাছে রাজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। মুম্বই পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না রাজ। ফলে মামলা কোন দিকে এগোবে, তার অনেকটা নির্ভর করছে রাজের এই ৪ কর্মচারীর বয়ানের উপর।

জানা গিয়েছে, পর্ন ছবি তৈরি, সেগুলির সংরক্ষণ, আর্থিক লেনদেন, আর কারা যুক্ত-- এমন একাধিক প্রশ্ন নিয়ে কর্মচারীদের মুখোমুখি রাজকে বসানো হবে। রাজের সমস্ত আর্থিক ও বাণিজ্যিক বিষয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বসিয়ে তাঁদেরকে জেরা করা হবে। তারই সঙ্গে, এই পর্ন ব্যবসার টাকা কোনও ভাবে ক্রিকেট বেটিংয়ের ব্যবসায় রাজ লাগাতেন কিনা, তা নিয়েও আলাদা করে তদন্ত শুরু করতে পারে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সঙ্গে মামলা শুরু করতে পারে ইডিও।

শনিবার রাজের 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ'-এ আরও একবার তল্লাশি চালিয়ে একটি গুপ্ত লকারের সন্ধান পায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সেখান থেকে রাজের ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত প্রচুর নথি উদ্ধার হয়েছে। অন্যদিকে, রাজ কুন্দ্রার তৈরি 'হটশটস' মোবাইল অ্যাপে কী ধরনের বিষয়বস্তু নিয়ে ছবি দেখা যেত তা সঠিক ভাবে জানেন না শিল্পা শেট্টি। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায় এমনটাই দাবি করেছেন শিল্পা। শিল্পার বরং অভিযোগ লন্ডননিবাসী প্রদীপ বক্সির বিরুদ্ধে, যে সম্পর্কে রাজের শ্যালক হন। এই অ্যাপ নিয়ে তিনিই সবচেয়ে বেশি জানেন ও কাজ করতেন বলে দাবি করেছেন শিল্পা। এরই পাশাপাশি, কামোদ্দীপক ছবি এবং নীলছবি যে এক জিনিস নয় তা জোর দিয়ে প্রমাণ করার চেষ্টাও চালিয়েছেন রাজ-পত্নী।

শুক্রবারের পর শনিবারও শিল্পা শেট্টিকে রাজ কুন্দ্রার পর্ন ফিল্ম ব্যবসার মামলায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শুক্রবার শিল্পাদের বাংলোতে গিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। বয়ান রেকর্ড করা হয় শিল্পার। সূত্রের খবর, পুলিশের একটি বড় দল এদিন শিল্পাদের বাংলোয় যান এবং সেখানেই রাজ কুন্দ্রার ব্যবসা সম্পর্কে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Raj Kundra, Shilpa Shetty