#মুম্বই: আজকাল আর খুব বেশি পর্দায় দেখা যায় না তাঁকে ৷ ২০১৩-র পর থেকে টানা ছুটিতে আছেন ‘রেস’-এর নায়িকা সমীরা রেড্ডি ৷ কারণ এখন মন দিয়ে সংসার করছেন তিনি ৷২০১৪-র ২১ জানুয়ারি উদ্যোগপতি অক্ষয় ভদ্রের সঙ্গে বিয়ে হয়েছিল সমীরার ৷ এক বছরের মধ্যেই ছেলে হন্সের জন্ম দেন সমীরা ৷ দ্বিতীয়বারের জন্য ফের মা হতে চলেছেন তিনি ৷ সে খবর নিজেই জানালেন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Planned Baby, Pregnancy, Race, Sameera Reddy