মাধবন প্রকাশ্যে আনলেন, 'সঞ্জু'-র 'কমলি' বাস্তবে আদতে কে !
Last Updated:
মাধবন প্রকাশ্যে আনলেন, 'সঞ্জু'-র 'কমলি' বাস্তবে কে !
#মুম্বই: বলিটাউনে এখন আলোচনা সমালোচনার একটাই বিষয়-- 'সঞ্জু'! প্রথম তিন দিনেই বক্সঅফিসে ১০০ কোটির ব্যবসা দিয়ে ভেঙেছে ‘বাহুবলী’ (হিন্দি)-র মতো ম্যাগনাম ওপাসের রেকর্ড। এ বার দু’কোটির বেঞ্চমার্কও ছুঁয়ে ফেলল রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক।
কিন্তু 'সঞ্জু' দেখার পর থেকেই, দর্শকরে মনে একটাই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে... ছবির সব চরিত্রকেই বাস্তবের সঙ্গে মেলাতে পারছেন, শুধু একজন ছাড়া! তিনি সিনেমায় সঞ্জয়ের প্রাণের বন্ধু 'কমলেশ কানহাইয়ালাল কাপাসি' ওরফে 'কমলি'! এই চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। শুধু রণবীর কাপুরই নয়, ভিকির সাবলীল অভিনয়ও বিপুল প্রশংসা কুড়িয়েছে। তারিফ করেছেন আমির খানের মতো খুঁতখুতে শিল্পীও! কিন্তু ঘুরেফিরে আসছে সেই একই প্রশ্ন-- কে এই 'কমলি'? ছবি রিলিজের আগে রাজকুমার হিরানি থেকে আরম্ভ করে ছবির কলাকুশলী... কেউ একবারের জন্যও এই চরিত্রটা সম্পর্কে খোলাখুলি কথা বলেননি!
advertisement
রহস্যের মেঘ যখন ঘন হয়েই চলেছে, তখন বৃষ্টিপাত করলেন অভিনেতা আর মাধবন! তিনিই ভেদ করলেন রসহ্য পর্দার! প্রকাশ্যে আনলেন কে 'কমলি'! 'শালা খড়ুস' স্টার ইনস্টাগ্রামে শেয়ার করলেন, বাস্তবে 'কমলি' সঞ্জয় দত্তর ভীষণ কাছের বন্ধু পরেশ ঘেলানি। একসময় পরেশও বলিটাউনের নামী তারকা ছিলেন। মাধবন পরেশ ঘিলানির সঙ্গে তাঁর আর সঞ্জয়ের ছবির একটি কোলাজ পোস্ট করেন-
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2018 4:47 PM IST