মাধবন প্রকাশ্যে আনলেন, 'সঞ্জু'-র 'কমলি' বাস্তবে আদতে কে !

Last Updated:

মাধবন প্রকাশ্যে আনলেন, 'সঞ্জু'-র 'কমলি' বাস্তবে কে !

#মুম্বই: বলিটাউনে এখন আলোচনা সমালোচনার একটাই বিষয়-- 'সঞ্জু'! প্রথম তিন দিনেই বক্সঅফিসে ১০০ কোটির ব্যবসা দিয়ে ভেঙেছে ‘বাহুবলী’ (হিন্দি)-র মতো ম্যাগনাম ওপাসের রেকর্ড। এ বার দু’কোটির বেঞ্চমার্কও ছুঁয়ে ফেলল রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক।
কিন্তু 'সঞ্জু' দেখার পর থেকেই, দর্শকরে মনে একটাই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে... ছবির সব চরিত্রকেই বাস্তবের সঙ্গে মেলাতে পারছেন, শুধু একজন ছাড়া! তিনি সিনেমায় সঞ্জয়ের প্রাণের বন্ধু 'কমলেশ কানহাইয়ালাল কাপাসি' ওরফে 'কমলি'! এই চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। শুধু রণবীর কাপুরই নয়, ভিকির সাবলীল অভিনয়ও বিপুল প্রশংসা কুড়িয়েছে। তারিফ করেছেন আমির খানের মতো খুঁতখুতে শিল্পীও! কিন্তু ঘুরেফিরে আসছে সেই একই প্রশ্ন-- কে এই 'কমলি'? ছবি রিলিজের আগে রাজকুমার হিরানি থেকে আরম্ভ করে ছবির কলাকুশলী... কেউ একবারের জন্যও এই চরিত্রটা সম্পর্কে খোলাখুলি কথা বলেননি!
advertisement
রহস্যের মেঘ যখন ঘন হয়েই চলেছে, তখন বৃষ্টিপাত করলেন অভিনেতা আর মাধবন! তিনিই ভেদ করলেন রসহ্য পর্দার! প্রকাশ্যে আনলেন কে 'কমলি'! 'শালা খড়ুস' স্টার ইনস্টাগ্রামে শেয়ার করলেন, বাস্তবে 'কমলি' সঞ্জয় দত্তর ভীষণ কাছের বন্ধু পরেশ ঘেলানি। একসময় পরেশও বলিটাউনের নামী তারকা ছিলেন। মাধবন পরেশ ঘিলানির সঙ্গে তাঁর আর সঞ্জয়ের ছবির একটি কোলাজ পোস্ট করেন-
advertisement
advertisement
Photo Source/ Instagram Photo Source/ Instagram
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাধবন প্রকাশ্যে আনলেন, 'সঞ্জু'-র 'কমলি' বাস্তবে আদতে কে !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement