Home /News /entertainment /
মোহালিতে গুলি করে হত্যার চেষ্টা পঞ্জাবি গায়ককে

মোহালিতে গুলি করে হত্যার চেষ্টা পঞ্জাবি গায়ককে

Pic courtesy: Facebook

Pic courtesy: Facebook

ঞ্জাবি গায়ক পরমিশ ভার্মাকে হত্যার চেষ্টা ৷ শুক্রবার গভীর রাতে মোহালিতে তাঁকে হত্যার চেষ্টা করে এক দুষ্কৃতী ৷ মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷

 • Share this:

  #মোহালি: পঞ্জাবি গায়ক পরমিশ ভার্মাকে হত্যার চেষ্টা ৷ শুক্রবার গভীর রাতে মোহালিতে তাঁকে হত্যার চেষ্টা করে এক দুষ্কৃতী ৷ মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁর অবস্থা স্থিতিশীল ৷

  পুলিশ সূত্রে খবর, পরমিশ এবং তাঁর এক বন্ধু শুক্রবার রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময়ই তাদের উপর হামলা চালায় ওই দুষ্কৃতী ৷ তাদের দু’জনেরই হাসপাতালে চিকিৎসা চলছে ৷ পরমিশের হাঁটুতে গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷

  পুলিশ সূত্রে খবর, দিলপ্রীত সিং দাহান নামে এক ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেছে একটি ফেসবুক পোস্ট মারফত ৷ কিন্তু এর পিছনে আসল কারণটা ঠিক কী ? সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ সে স্পষ্ট জানিয়েছে, ‘আমি দিলপ্রীত, আমিই গুলি করে খুন করেছি ৷’

  Capture

  প্রসঙ্গত, পরমিশ ভার্মার বিখ্যাত ‘গাল নি কাদনি’ গানটি ইউটিউবে রীতিমত ভাইরাল ৷ ওই গানটির দর্শকসংখ্যা ছুঁয়েছে ১১৮ মিলিয়ন ৷ সম্প্রতি ‘সাদা’ বলেও একটি গান মুক্তি পেয়ছে তাঁর ৷ সেই গানটিও কিছুদিনের মধ্যেই ২৭ মিলিয়ন দর্শকসংখ্যা ছুঁয়েছে ৷

  First published:

  Tags: Mohali, Parmish Verma, Punjab, Punjabi singer

  পরবর্তী খবর