ঠিক হল তারিখ, কনকনে শীতেই বিয়ে করছেন প্রিয়াঙ্কা চোপড়া
Last Updated:
#মুম্বই: প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তারিখ চূড়ান্ত হল। প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হচ্ছে আসন্ন শীতে। টানা তিন দিন বাজবে বিয়ের সানাই। ৩০শে নভেম্বর জোধপুরে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। চলবে ২রা ডিসেম্বর পর্যন্ত। জোধপুরের একটি প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হবে।
কিছুদিন আগেই তারা সেখানে গিয়ে ভেন্যু ঠিক করেছেন। প্রিয়াঙ্কা এখন লন্ডনে তার ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছেন। সম্প্রতি লন্ডনের রাস্তায় শুটিংয়ের দলবলসহ তাঁকে দেখা গিয়েছে। সোনালি বোস পরিচালিত ছবিটিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন ফারহান আকতার ও জাইরা ওয়াসিম।
ছবিটি প্রযোজনা করছেন রোনি স্ক্রুওয়ালা এবং সিদ্ধার্থ রায় কাপুর। এ ছাড়া হলিউডের ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামে সিনেমাটিতে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-খ্যাত মার্কিন অভিনেতা ক্রিস প্র্যাটের বিপরীতে অভিনয় করবেন তিনি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2018 9:42 AM IST