• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ে ঠিক! রোকার পরেই খুশিতে ‘Desi Girl’ প্রিয়াঙ্কার নাচ, ভিডিও করলেন হবু স্বামী নিক

বিয়ে ঠিক! রোকার পরেই খুশিতে ‘Desi Girl’ প্রিয়াঙ্কার নাচ, ভিডিও করলেন হবু স্বামী নিক

(Image: Viral Bhayani).

(Image: Viral Bhayani).

 • Share this:

  #মুম্বই: নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার রোকার খবর এখন ভাইরাল ৷ তাঁরা কী পরছেন , কী করছেন তা জানতে আগ্রহী পিগি চপসের ফ্যানরা ৷ রোকা হয়ে গেছে ধুমধামের সঙ্গে ৷

  এবার শুরু হচ্ছে বিয়ের দিন গোনার পালা ৷ বিয়ে ঠিক হয়ে যাওয়ার খুশিতে ডগমগ লাভবার্ডস ৷ প্রিয়াঙ্কার হবু বর সঙ্গে সঙ্গেই ঘুরছেন ৷ রোকার পর নিজের বাড়িতে পার্টিও দিয়েছেন হলিউডে তুফান তোলা প্রিয়াঙ্কা ৷ বাগদানের অনুষ্ঠানের পরের পার্টিতে প্রিয়াঙ্কা নিজের আত্মীয় এবং কিছু কাছের বন্ধুকেই নিমন্ত্রণ করেছিলেন ৷

  সকালে সালোয়ার কুর্তা-র মতো ট্র্যাডিশনাল পোশাক পরলেও বিকেলে প্রিয়াঙ্কার পোশাক ছিল ওয়েস্টার্ন ৷ রোকার আনন্দে বিদেশি মিউজিকের সঙ্গে নাচে মাতলেন প্রিয়াঙ্কা ৷ ভিডিও রেকর্ডিং করেন নিকই ৷

  আরও পড়ুন - Asian Games 2018 : ফের রুপো এল শ্যুটিংয়ে, লক্ষ্যকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

  পাশাপাশি প্রিয়াঙ্কা নাচছেন আর তিনি না নেচে কী থাকতে পারেন ৷ তাই তিনিও হালকা দুলকি চালে মাথা দুলিয়ে নিলেন ৷

  First published: