বহুদিনের বান্ধবী সানিয়া সাগর-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন প্রতীক বব্বর

Last Updated:

বহুদিনের বান্ধবী সানিয়া সাগর-এর সঙ্গে লখনৌয়ে এনগেজমেন্ট সেরে ফেললেন অভিনেতা প্রতীক বব্বর। ইন্সটাগ্রামে দু'জনের একটা মজার ছবি পোস্ট করে খবরটা জানান প্রতীক নিজেই।

#লখনৌ : বহুদিনের বান্ধবী সানিয়া সাগর-এর সঙ্গে লখনৌয়ে এনগেজমেন্ট সেরে ফেললেন অভিনেতা প্রতীক বব্বর। ইন্সটাগ্রামে দু'জনের একটা মজার ছবি পোস্ট করে খবরটা জানান প্রতীক নিজেই।
advertisement
সানিয়া পেশায় পরিচালক ও লেখক। এনগেজমেন্ট-এর দিন কপোত- কপোতির পোশাকের থিম ছিল গোলাপি। সানিয়া ঝলমলাচ্ছিলেন গোলাপি লেহেঙ্গায় আর প্রতীককে দেখা গেল সাদা কুর্তা আর গোলাপি ব্রোকেডের জ্যাকেট-এ। উচ্ছশিত রাজ বব্বর পুত্র বললেন, '' সানিয়ার থেকে ভাল জীবনসঙ্গী পাওয়া সম্ভব নয়। প্রায় ৮ বছর ধরে ওকে চিনি। আমরা খুব ভাল বন্ধু। কিন্তু মনের কথা ওকে বলার সাহস পাইনি। গতবছর অনেক সাহস জুটিয়ে গোয়াতে ওকে প্রোপোজ করি।''
advertisement
'জানে তু ইয়া জানে না' স্টার আরও জানান, ''আমরা ১-২ বছর বাদে সামাজিক বিয়ে করব। আমার পছন্দ 'বিচ ওয়েডিং' বা ট্র্যাডিশনাল মতে কোনও মন্দিরে বিয়ে।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বহুদিনের বান্ধবী সানিয়া সাগর-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন প্রতীক বব্বর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement