#মুম্বই: বিয়ের মরসুম। একের পরে এক জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। আর ঠিক সেই সময়ে মা মেয়েকে সাফ জানিয়ে দিলেন, বয়স ৩০ হওয়ার আগে একদম বিয়ে নয়। সেটা নাকি ডাহা বোকামি। অভিনেত্রী পূজা বেদী মেয়ে আলিয়া এফকে এমনই পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, পূজাই নাকি তাঁকে বলেছেন ৩০ বছর আগে বিয়ে করা হল জীবনের সবচেয়ে বড় বোকামি। সিঙ্গল মাদারের কাছে বড় হয়ে ওঠা সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়। আলিয়া জানান ছোট থেকেই তাঁকে প্রথমে আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার শিক্ষা দিয়েছেন পূজা।
তাঁর কথায়, সিঙ্গল পেরেন্টরা এমনিতেই স্বাধীনচেতা হন। আর তাই একই শিক্ষা তাঁরা তাঁদের সন্তানদেরও দেন। তেমনই আমার মা ও বাবা দুজনেই ছোট থেকে আর্থিক ভাবে স্বাধীন হতে শিখিয়েছেন। যে দেশে মা বাবারা বিয়ের জন্য সন্তানদের উপর চাপ সৃষ্টি করেন, সেই জায়গায় আমার বাবা মা একেবারে অন্যরকম। তাঁরাই বলেন, আলিয়া তুমি যদি ৩০ এর আগে বিয়ে কর তাহলে সেটা সবচেয়ে বোকামি হবে। এই সময়ে নিজের কাজে মন দাও। নিজেকে গড়ে তোলো।
এর আগেও মা বাবার বিচ্ছেদের ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন আলিয়া। সেই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ৫ বছর। তবে আলাদা থাকলেও বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক ছিল বলেই জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপের একটি ছবিতে ইতিমধ্যেই কাজ করেছেন আলিয়া। এছাড়া এবছর জওয়ানি জানেমন ছবিতে অভিনয় করে বলিউডের যাত্রা শুরু করেছেন তিনি।