সঙ্গীত সম্রাট এ আর রহমনের জন্মদিনে রইল বাছাই করা তাঁর শ্রেষ্ঠ গানগুলি

Photo Collected

Photo Collected

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: এ আর রহমন ৷ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম ৷ তার হাত ধরে দেশে অস্কার এসেছে বলে নয়, তাঁর গান আবেগে ভাসাতে পারে সকলকে ৷ ১৯৯২-এ রোজা ছবি থেকে আত্মপ্রকাশ করেন তিনি ৷ দিল হ্যায় ছোটা সা-গানটি শুধুমাত্র সুপারহিটের তালিকায় নয়, তার থেকে বেশি কিছু, যা ভারতীয় সিনেমান ইতিহাসে মাইলস্টোন ৷ তারপর অজশ্র ছবিতে কাজ করেছেন তিনি ৷ দক্ষিণী ছবি থেকে বলিউড, তাঁর ছোঁয়ায় প্রতিটি ছবিই পেয়েছে অন্যমাত্রা ৷ অনেক সুরের মধ্যে তাঁর রচিত সুর সবসয়মই নিজের আলাদা জায়গা তৈরি করে নেয় ৷ আজ ভারতের সঙ্গীত সম্রাটের জন্মদিন ৷ ৫২-এ পা দিলেন রহমন ৷ তাঁর জন্মদিনে ফিরে দেখা এই সুরকারের বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া সুর ৷

    তাল ছবির এই গানটি এখনও যেন মন ছুঁয়ে যায় ৷রং দে বসন্তি ছবির গান ৷ এই ছবির সবকটি গানই ছিল সুপারহিট ৷
    ছবির নাম-জানে তু ইয়া জানে না ৷ছবির নাম-দিল্লি সিক্সছবিটি সেভাবে বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি ঠিকই কিন্তু এ আর রহমনের সঙ্গীতের অপর ভরসা রেখেছিলেন সকলেই ৷ প্রতিটি গান সুপারহিট ৷ছবির নাম সাথিয়া ৷ ছবিটি সব প্রেমিক-প্রেমিকার কাছেই যেন স্বপ্নকে বাস্তব করার গল্প ৷ সঙ্গে মিশেছে তেমনই সুর ৷ছবির নাম-দিলসেএই ছবি থেকেই ঐশ্বর্যের প্রেমে পড়েন অভিষেক ৷ তারপরই তাঁদের বিয়ে ৷ছবির নাম- রাঞ্ঝানাছবির নাম-তামাশএ আর রহমনের সর্বকালের সেরা রচানার মধ্যে পড়বে এই গানটিছবির নাম-হাইওয়ে
    First published:

    Tags: A.R Rahman, Hindi Songs