জলের নীচে বিকিনিতে পরিনীতি, ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

Photo: Instagram

Photo: Instagram

ঝরঝরে ফিগারে মেকওভারের পর থেকেই একের পর এক আকর্ষণীয় ছবিতে ভরে উঠেছে পরিনীতির হৃদয় ৷ কিন্তু এ বার সে সবকিছুকে ছাপিয়ে গেলেন ‘ইশকজাদে’র নায়িকা ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ঝরঝরে ফিগারে মেকওভারের পর থেকেই একের পর এক আকর্ষণীয় ছবিতে ভরে উঠেছে পরিনীতির হৃদয় ৷ কিন্তু এ বার সে সবকিছুকে ছাপিয়ে গেলেন ‘ইশকজাদে’র নায়িকা ৷সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুরে ব্যস্ত পরিনীতি চোপড়া ৷ সেখানে থেকে প্রায়ই দারুন দারুন ছবি পোস্ট করছেন তিনি ৷ এ বার বিকিনি পোস্টে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় ৷ পরিনীতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই ছবিতে দেখা যাচ্ছে, গ্রেট বেরিয়ার রিফ-এ স্বচ্ছ নীল জলের তলায় সাদা-কালো ক্লিসিক কম্বিনেশনের টু-পিসে মাছেদের সঙ্গে জলকেলিতে মত্ত নায়িকা ৷ মুখে অক্সিজেন মাক্স ৷

    আরও পড়ুন: ইনস্টাগ্রামে অনুষ্কাকে একহাত নিলেন ক্যাটরিনা !

    এমনিতে সাঁতার থেকে ওয়াটার গেম, সবটাই খুবই পছন্দের তাঁর ৷ স্কুবা ডাইভিংয়ে বরাবরই চৌখস পরিনীতি ৷ সে কারণেই হয়তো এমন সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাননি ৷‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া’র ভারতীয় মহিলা অ্যাম্বাসাডর তিনি ৷ সে কারণেই অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়েছেন পরিনীতি ৷ এই দেশ, এখানকার পশু-পাখি, পরিবেশ, এখানকার বাসিন্দাদের সবই তাঁর খুব পছন্দ বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন নায়িকা ৷

    First published:

    Tags: Austrelia, Bikini, Great Barrier Reef, Parineeti Chopra, Scuba Diving