#মুম্বই: ঝরঝরে ফিগারে মেকওভারের পর থেকেই একের পর এক আকর্ষণীয় ছবিতে ভরে উঠেছে পরিনীতির হৃদয় ৷ কিন্তু এ বার সে সবকিছুকে ছাপিয়ে গেলেন ‘ইশকজাদে’র নায়িকা ৷সম্প্রতি অস্ট্রেলিয়া ট্যুরে ব্যস্ত পরিনীতি চোপড়া ৷ সেখানে থেকে প্রায়ই দারুন দারুন ছবি পোস্ট করছেন তিনি ৷ এ বার বিকিনি পোস্টে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় ৷ পরিনীতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই ছবিতে দেখা যাচ্ছে, গ্রেট বেরিয়ার রিফ-এ স্বচ্ছ নীল জলের তলায় সাদা-কালো ক্লিসিক কম্বিনেশনের টু-পিসে মাছেদের সঙ্গে জলকেলিতে মত্ত নায়িকা ৷ মুখে অক্সিজেন মাক্স ৷
আরও পড়ুন: ইনস্টাগ্রামে অনুষ্কাকে একহাত নিলেন ক্যাটরিনা !
এমনিতে সাঁতার থেকে ওয়াটার গেম, সবটাই খুবই পছন্দের তাঁর ৷ স্কুবা ডাইভিংয়ে বরাবরই চৌখস পরিনীতি ৷ সে কারণেই হয়তো এমন সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাননি ৷‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া’র ভারতীয় মহিলা অ্যাম্বাসাডর তিনি ৷ সে কারণেই অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়েছেন পরিনীতি ৷ এই দেশ, এখানকার পশু-পাখি, পরিবেশ, এখানকার বাসিন্দাদের সবই তাঁর খুব পছন্দ বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন নায়িকা ৷
And here it is !! It is my honour to announce that I am the official brand ambassador for the world’s leading swimwear brand, SPEEDO! A brand I have grown up with, and my favourite brand to wear in the water! Thankyou Speedo, for making me a part of your family. I have grown up wearing your amazing range, and I am excited to spread the word on your behalf! Now go India, go get SPEEDO FIT! Evolve your workouts with the Speedo H2O Active Range, meant for workouts both in water and on land! @SpeedoIndia #SpeedoXParineeti #GetSpeedoFit A post shared by Parineeti Chopra (@parineetichopra) on
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Austrelia, Bikini, Great Barrier Reef, Parineeti Chopra, Scuba Diving