Home /News /entertainment /
Saina Teaser: মুক্তি পেয়েছে টিজার, কী বলছেন সাইনা নেহওয়াল?

Saina Teaser: মুক্তি পেয়েছে টিজার, কী বলছেন সাইনা নেহওয়াল?

Parineeti Chopra and Saina Nehwal has unveiled the teaser of her upcoming film Saina

Parineeti Chopra and Saina Nehwal has unveiled the teaser of her upcoming film Saina

আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাইনা৷ তার আগে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির আরেকটি টিজার৷ ট্যুইটারে শেয়ার করলেন সাইনা-পরিণীতা৷

 • Share this:

  #হিসর: প্রকাশ্যে এল প্রতীক্ষিত 'সাইনা' (Saina) ছবির আরও একটি টিজার৷ অলিম্পিক পদক জয়ী দেশের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের (Saina Nehwal) বায়োপিকে অভিনয় করেছেন বলিউডের চেনা মুখ পরিণীতি চোপড়া (Parineeti Chopra)৷

  আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাইনা৷ তার আগে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির আরেকটি টিজার৷ ট্যুইটারে শেয়ার করলেন সাইনা-পরিণীতা৷ সাইনা লিখলেন, "দেশের পতাকা উঁচুতে দেখতে সবসময় ভাল লাগে৷" পরিণীতি লিখলেন, "টিজার এসে গিয়েছে, ট্রেলার আসছে শীঘ্রই৷"

  সাইনার জীবনের গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রথমে শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) কথাই ভাবা হয়েছিল৷ কিন্তু অন্য কাজের চাপে নিজেকে সরিয়ে নেন শ্রদ্ধা৷ তাঁর পরিবর্তে পরিচালক আমোল গুপ্তে এই ছবির জন্য বেছে নেন পরিণীতিকে৷ গত বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে লকডাউনে আটকে যাওয়া ছবিগুলির মধ্যে এটিও ছিল৷ পরে ছবির বাকি অংশের কাজ শেষ হয়৷ অবশেষে মুক্তির পথে সাইনা৷

  ২৪টি আন্তর্জাতিক খেতাব জয়ী সাইনার সাতটি সুপারসিরিজ খেতাবও আছে৷ বিশ্বের প্রাক্তন এক নম্বরকে ভারত সরকার পদ্মভূষণ, রাজীব গান্ধি খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করেছে৷

  Published by:Subhapam Saha
  First published:

  Tags: Parineeti Chopra, Saina Nehwal

  পরবর্তী খবর