• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD PARINEETI CHOPRA AND SAINA NEHWAL HAS UNVEILED THE TEASER OF HER UPCOMING FILM SAIN SPS

Saina Teaser: মুক্তি পেয়েছে টিজার, কী বলছেন সাইনা নেহওয়াল?

Parineeti Chopra and Saina Nehwal has unveiled the teaser of her upcoming film Saina

আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাইনা৷ তার আগে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির আরেকটি টিজার৷ ট্যুইটারে শেয়ার করলেন সাইনা-পরিণীতা৷

 • Share this:

  #হিসর: প্রকাশ্যে এল প্রতীক্ষিত 'সাইনা' (Saina) ছবির আরও একটি টিজার৷ অলিম্পিক পদক জয়ী দেশের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের (Saina Nehwal) বায়োপিকে অভিনয় করেছেন বলিউডের চেনা মুখ পরিণীতি চোপড়া (Parineeti Chopra)৷

  আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাইনা৷ তার আগে বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির আরেকটি টিজার৷ ট্যুইটারে শেয়ার করলেন সাইনা-পরিণীতা৷ সাইনা লিখলেন, "দেশের পতাকা উঁচুতে দেখতে সবসময় ভাল লাগে৷" পরিণীতি লিখলেন, "টিজার এসে গিয়েছে, ট্রেলার আসছে শীঘ্রই৷"

  সাইনার জীবনের গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রথমে শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) কথাই ভাবা হয়েছিল৷ কিন্তু অন্য কাজের চাপে নিজেকে সরিয়ে নেন শ্রদ্ধা৷ তাঁর পরিবর্তে পরিচালক আমোল গুপ্তে এই ছবির জন্য বেছে নেন পরিণীতিকে৷ গত বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে লকডাউনে আটকে যাওয়া ছবিগুলির মধ্যে এটিও ছিল৷ পরে ছবির বাকি অংশের কাজ শেষ হয়৷ অবশেষে মুক্তির পথে সাইনা৷

  ২৪টি আন্তর্জাতিক খেতাব জয়ী সাইনার সাতটি সুপারসিরিজ খেতাবও আছে৷ বিশ্বের প্রাক্তন এক নম্বরকে ভারত সরকার পদ্মভূষণ, রাজীব গান্ধি খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করেছে৷

  Published by:Subhapam Saha
  First published: