Paresh Rawal: 'আমার কাছে ছেলেকে বলিউডে লঞ্চ করার মতো টাকা নেই', স্বীকারোক্তি পরেশ রাওয়ালের!

Last Updated:

সম্প্রতি অভিনয় জগতে নিজের ছেলেকে লঞ্চ করার প্রসঙ্গে এ নিয়ে মুখ খুলেছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)।

#মুম্বই: বলিউডে প্রতিষ্ঠিত অভিনেতাদের ছেলেমেয়েদের লঞ্চ করার দায়িত্ব বেশিরভাগ সময়ই অভিনেতারা নিজেরাই নেন। তবে ব্যতিক্রমও রয়েছে। সম্প্রতি অভিনয় জগতে নিজের ছেলেকে লঞ্চ করার প্রসঙ্গে এ নিয়ে মুখ খুলেছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। তাঁর দাবি, তিনি ছেলে আদিত্যকে বলিউডে লঞ্চ করেননি কারণ, তাঁর কাছে অত টাকা নেই। আদিত্য গত বছরই জি-ফাইভে 'বমফাড়' ছবিতে অভিনয় জগতে প্রবেশ করেছেন। এছাড়াও সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুরের 'পানিপত' ছবির সহ-লেখক হিসেবেও কাজ করেছেন।
সম্প্রতি আদিত্য রাওয়াল হনশল মেহতার ছবি সাইন করেছেন। ওই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে কুণাল কাপুর ও শশি কাপুরের নাতি জাহান কাপুরকে। নিজের ছেলের কাজ নিয়ে কথা বলতে গিয়ে পরেশ রাওয়াল বলেছেন, 'আমি আমার ছেলেকে লঞ্চ করিনি, কারণ আমার কাছে অত টাকা নেই। নিজের ছেলেক লঞ্চ করার জন্য অনেক বড় কিছু প্রয়োজন। কিন্তু এটা ভালো না? ও নিজের গুণেই কাজ পেয়েছে। বমফাড়ে দর্শক ওকে পছন্দ করেছে। এখন ও হনশল মেহতার সঙ্গে কাজ করছে। মানে, এরকম একজন পরিচালকের সঙ্গে কাজ করার ও সুযোগ পেয়েছে। ও নিজের গুণেই কাজ পাবে। বাবার সাহায্য ওর প্রয়োজন নেই।'
advertisement
নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে পড়াশোনা করেছেন আদিত্য রাওয়াল। এছাড়াও লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টসে অভিনয় শিখেছেন। বলিউডে ছেলে আদিত্যর প্রবেশ নিয়ে বলতে গিয়ে পরেশ রাওয়ালের দাবি, 'অভিনেতা হওয়ার আগে আমার ছেলে একজন লেখক। ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি গিয়েছিল স্ক্রিপ্ট ও নাটক লেখার কাজ শিখতে। এছাড়াও লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অফ পারফর্মিং আর্টসে ও ৬-৮ মাস অভিনয় শিখেছে।'
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Hansal Mehta (@hansalmehta)

advertisement
সম্প্রতি হনশল মেহতা তাঁর নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেছেন। সেখানে দেখা যাবে আদিত্য রাওয়ালকে। এছাড়াও রয়েছেন জাহান কাপুর। ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা। অন্যদিকে, পরেশ রাওয়াল নিজেই বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ। তাঁর ঝুলিতে অসংখ্য হিট সিনেমা রয়েছে। আগামীতে তাঁকে হাঙ্গামা ২ ছবিতে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Paresh Rawal: 'আমার কাছে ছেলেকে বলিউডে লঞ্চ করার মতো টাকা নেই', স্বীকারোক্তি পরেশ রাওয়ালের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement