দীপ-বীরের রিসেপশন, ‘ভাবিজি, ভাবিজি’ ডাকে ভরে উঠল হলঘর

Last Updated:

পাপারাৎজিদের আবদার পূরণ করছিলেন হাসি মুখে ৷ এমন সময় অনেকেই দীপিকাকে ‘ভাবিজি’ বলে ডেকে ফেলেন ৷

#মুম্বই: একের পর এক রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেই চলেছেন রণবীর-দীপিকা ৷ আজ মুম্বইতে ছিল তাঁদের ঘরোয়া পিসেপশন পার্টি ৷ কিন্তু এখানেই শেষ নয়, ১ ডিসেম্বর মুম্বইয়ে রয়েছে আরও একটা পার্টি ৷ সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ রয়েছে বলি-সেলেবদের ৷
এদিন মুম্বইয়ের ‘দ্য হায়াত’-এ ছিল দীপ-বীরের রিসেপশন ৷ আজও সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে মাত করলেন বাজিরাও-মস্তানি ৷ দুধ সাদা শাড়ি আর ভারি কাজের ওড়নায় রয়্যাল লুকে ধরা দিলেন দীপিকা ৷ সঙ্গে পরেছিলেন মানানসই ভারি গয়নাও ৷ অন্যদিকে, রণবীর পরেছিলেন সাদা শেরওয়ানি ৷ সঙ্গে দুর্দান্ত একটি কাশ্মীরি শাল তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল ৷
advertisement
এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল ৷ দু’জনে হাত ধরাধরি করে হল ঘরে প্রবেশ করেছেন ৷ মুখে ছিল অনাবিল খুশির হাসি ৷ নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পোজও দিচ্ছিলেন নবদম্পতি ৷ পাপারাৎজিদের আবদার পূরণ করছিলেন হাসি মুখে ৷ এমন সময় অনেকেই দীপিকাকে ‘ভাবিজি’ বলে ডেকে ফেলেন ৷ তাই শুনে প্রথমে একটু অস্বস্তি অনুভব করলেও পরে নিজেকে সামলে নেন দীপিকা ৷ তারপর দু’জনেই ফেটে পড়েন অট্টহাসিতে ৷
advertisement
advertisement
View this post on Instagram

#ranveersingh laughs his heart out as he hears the word 'bhabhiji'

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপ-বীরের রিসেপশন, ‘ভাবিজি, ভাবিজি’ ডাকে ভরে উঠল হলঘর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement