#মুম্বই: পদ্মাবতী নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই সংশাপত্র পাওয়ার আবেদনপত্র অসম্পূর্ণ থাকায় নির্মাতাদের কাছে ছবিটি ফেরত পাঠাল সেন্সর বোর্ড।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের এক আধিকারিক জানিয়েছেন, ১৬-ই নভেম্বর সংসাপত্রের আবেদন জানান পদ্মাবতীর নির্মাতারা। সব নথি খতিয়ে দেখার পর তাঁরা জানিয়ে দিয়েছেন, আবেদন অসম্পূর্ণ। তাঁদের ত্রুটি সংশোধন করে ফের আবেদন জানাতে হবে।
তারপর সবদিক খতিয়ে দেখে ছবিটি রিভিউ করা হবে। সাধারণ নিয়মে আবেদন করার পর ৬৮ দিনের মধ্যে সার্টিফিকেট দেয় সেন্সর বোর্ড। ফলে পয়লা ডিসেম্বর পদ্মাবতীর রিলিজ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিল।
পদ্মাবতীর প্রযোজক সংস্থার সিওও অজিত আন্ধেরে অবশ্য ছবি পিছিয়ে দেওয়ার খবর অস্বীকার করেছেন।