Irrfan Khan: 'কেমো ভিতর থেকে পুড়িয়েছিল তোমাকে', ইরফানের মৃত্যুদিনে লিখলেন 'প্রিয় বন্ধু-সঙ্গী-ভাই-ছেলে' বাবিল!

Last Updated:

এক বছর হয়ে গেল বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) প্রয়ানের (Death Anniversary)। গত বছর ২৯ এপ্রিল ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানেন ইরফান।

ইরফান খান।
ইরফান খান।
#মুম্বই: এক বছর হয়ে গেল বলিউডের বিখ্যাত অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) প্রয়ানের (Death Anniversary)। গত বছর ২৯ এপ্রিল ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানেন ইরফান। এদিন বাবার কথা মনে করে ইরফানের ছেলে বাবিল (Babil Khan) একটি দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাবিল নিজের বাবার উদ্দেশে লিখেছেন, ইরফান খান ছিলেন বলিউডের একজন অন্যতম সেরা অভিনেতা। বাবিল লিখেছেন, 'বাবার জায়গা কেউ নিতে পারবেন না'। বাবিলের কথা বলিউডের হাজার হাজার দর্শকও এককথায় মেনে নেবেন। অবশ্যই ইরফান বলিউডের একজন অন্যতম সেরা অভিনেতা।
বাবিল নিজের বাবাকে উল্লেখ করেছেন নিজের, 'সেরা প্রিয় বন্ধু, সঙ্গী, ভাই এবং বাবা'। তিনি লিখেছেন, 'কেমো তোমাকে ভিতর থেকে পুড়িয়ে দিয়েছে, তাই খুশি খুঁজতে তুমি ছোট ছোট বিষয়ে নজর দিতে। নিজের টেবিল তৈরি করা থেকে জার্নাল লেখা। এর মধ্যে একটা পবিত্রতা রয়েছে যা আমি এখনও আবিষ্কার করতে পারিনি। একটা লেগাসি তৈরি করেছেন আমার বাবা, যার শেষটাও তিনিই। একটা ফুল স্টপ। তাঁর জায়গা কেউ কোনও দিন নিতে পারবেন না।'
advertisement
View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)

advertisement
advertisement
বাবিল আরও লিখেছেন, 'কেউ কোনও দিন পারবে না। আমার সেরা বন্ধু, সঙ্গী, ভাই ও বাবা যাঁকে আরও কোনওদিন পাব না। আমি তোমাকে খুব ভালোবাসি, এই চেঁচামেচির জগতে আমরা জীবনকে বেছে নিয়েছি।'
আরেকটি পোস্টে বাবিল শেয়ার করেছেন ইরফানের একটি ফটো নোট। তারিখ লেখা রয়েছে ২৫ জুন। লন্ডনে সেই সময় ক্যান্সারের চিকিৎসা চলছিল ইরফানের। নোটবুকটির উপরে ইরফান লিখেছিলেন, 'আমার জীবনের সবচেয়ে অদ্ভুত সময়, ২৫ জুন, ২০১৮ লন্ডন। নিজের শরীরের ভিতরকার যান্ত্রিকতা বোঝার অভিজ্ঞতা, একটা ম্যাজিক। অনুভূতি ও বোঝাহীন মন।'
advertisement
View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)

advertisement
২০১৮ সালের মার্চ মাস থেকে নিউরোএন্ডোক্রিন টিউমরে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান। এর পরই তাঁকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছিল। তার পরের বছর ফেব্রুয়ারিতে দেশে ফিরে 'আংরেজি মিডিয়াম' ছবির শ্যুটিং করেছিলেন অভিনেতা। ফের লন্ডনে ফিরে গিয়ে বাকি চিকিৎসা করিয়েছিলেন তিনি। পরে দেশে ফিরেছিলেন সেপ্টেম্বরে। গত ২৯ এপ্রিল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Irrfan Khan: 'কেমো ভিতর থেকে পুড়িয়েছিল তোমাকে', ইরফানের মৃত্যুদিনে লিখলেন 'প্রিয় বন্ধু-সঙ্গী-ভাই-ছেলে' বাবিল!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement