Nushrratt Bharuccha: বনশালির অফিসে নুসরত ভরুচা! কোন ছবি নিয়ে হল আলোচনা ?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সম্প্রতি জুহুতে সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে দেখা যায় নুসরতকে। তবে সেখানে পাপারাৎজ্জিদের নজর এড়াতে পারেননি অভিনেত্রী
#মুম্বই: তবে কি সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) সঙ্গে নতুন প্রোজেক্টের জন্য জুটি বাঁধছেন নুসরত ভরুচা (Nushrratt Bharuccha)? মুম্বইয়ের বনশালির অফিসের বাইরে ‘রাম সেতু’ (Ram Setu) নায়িকার উপস্থিতি যেন বলিপাড়ায় নতুন করে এক জল্পনার সূচনা করেছে।
বনশালির বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতিমান একজন পরিচালক। সিনেপ্রেমীদের কাছে তিনি ‘গুরুদেব’। এমনকি বেশ কয়েকটি হিট সিনেমা তিনি দর্শকদের উপহারও দিয়েছেন। তাই এদিন ‘পেয়ার কা পাঞ্চনামা’ (Pyaar Ka Punchnama) খ্যাত অভিনেত্রীর সঙ্গে তাঁর একযোগ হওয়ার বিষয়টি নজর কেড়েছে সকলের।
সম্প্রতি জুহুতে সঞ্জয় লীলা বনশালির অফিসের বাইরে দেখা যায় নুসরতকে। তবে সেখানে পাপারাৎজ্জিদের নজর এড়াতে পারেননি অভিনেত্রী। ছবিতে একটি সাদা ঢিলেঢালা কুর্তা ও পালাজো পরে দেখা যাচ্ছে নুসরতকে। হাতে রয়েছে অক্সিডাইজড স্লিং ব্যাগ। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন একটি সাদা-গোলাপি রঙের মাস্ক। তবে বনশালির সঙ্গে নতুন কোনও প্রোজেক্ট নিয়ে আলোচনার স্বার্থেই ‘পদ্মাবত’ (Padmaavat) খ্যাত পরিচালকের অফিসে নুসরতের আগমন কি না সে প্রসঙ্গে মুখ খোলেননি কেউই। এর জন্য ভক্তদের একটি আনুষ্ঠানিক ঘোষণার জন্যই অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
টিনসেল টাউনের ডিভা নুসরত ভরুচাকে সর্বশেষ দেখা গিয়েছে আজিব দাস্তানস (Ajeeb Daastaans)-এ। এই ছবিতে এক গৃহিণীর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য তিনি নেটিজেনদের প্রচুর প্রশংসা পেয়েছিলেন। এই ছবিতের কাস্টিং ভীষণ রকম ভাবে চোখ টেনেছে নেটিজেনদের। ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh), জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat), নুসরত ভারুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee), কঙ্কণা সেন শর্মা (Konkona Sen Sharma), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari), শেফালি শাহ (Shefali Shah) থেকে বাংলার টোটা রায়চৌধুরীকে (Tota Roy Chowdhury) দেখা গিয়েছে এই ছবিতে।
advertisement
বর্তমানে নুসরতেহ হাতে রয়েছে 'ছুরি' (Chhorii), 'হুরদাং' (Hurdang), 'জনহিত মে জারি' (Janhit Mein Jaari) এবং 'রাম সেতু' সহ বেশ কয়েকটি আকর্ষণীয় প্রোজেক্টের কাজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2021 4:24 PM IST