শুধু রামায়ণ নয় ! টিভিতে ফিরছে মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সীর মতো ছ'টি ধারাবাহিক !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ডিডি ভারতী ও ডিডি ন্যাশনাল চ্যানেলে দেখানো হবে মানুষের সব থেকে প্রিয় ধারাবাহিক রামায়ণ, সার্কাস, ব্যোমকেশ বক্সী সহ মোট ছটি সিরিয়াল।
#মুম্বই: সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই সময়ে টিভি সিরিয়াল থেকে শুরু করে সিনেমা সব কিছুর কাজই বন্ধ। এক সিরিয়াল রিপিট টেলিকাস্ট করছে অনেক চ্যানেল। তবে এই লকডাউন সময়ে সুখবর শোনাল দূরদর্শন। তারা তাদের ডিডি ভারতী ও ডিডি ন্যাশনাল চ্যানেলে দেখানো হবে মানুষের সব থেকে প্রিয় ধারাবাহিক রামায়ণ, সার্কাস, ব্যোমকেশ বক্সী সহ মোট ছটি সিরিয়াল।
এক সময়ে শাহরুখ খান অভিনীত সিরিয়াল 'সার্কাস' মানুষের পছন্দের তালিকায় ছিল। একই রকম জনপ্রিয়তা পেয়েছিল ব্যোমকেশ বক্সী সিরিয়ালটিও। এই তিনটি সিরিয়াল ডিডি ন্যাশনালে দেখানো হবে। এছাড়া ডিডি ভারতীতে দেখানো হবে মহাভারত, চাণক্য এবং উপনিষদ গঙ্গা ধারাবাহিক তিনটি। তবে এখনও সময় জানানো হয়নি। রামায়ণ শনিবার থেকেই দিনে দুবার দেখানো হবে। লকডাউনের সময়ে এই ধারাবাহিকগুলো মানুষকে কিছুটা হলেও মন ভাল রাখতে সাহায্য করবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2020 12:03 AM IST