Ranbir Kapoor- Rishi Kapoor: বিতর্ক বাড়বে বই কমবে না, আরও চমক নিয়ে ট্রিলজি ছবি হবে অ্যানিমাল, দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ের সময়ও জানিয়ে দিলেন রণবীর কাপুর

Last Updated:

Ranbir Kapoor- Rishi Kapoor: প্রয়াত ঋষি কাপুর একদা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ছেলের জন্য তাঁর বড় দুশ্চিন্তা হয়। সব বাবারই হয়, নতুন কিছু নয়। তবে ঋষি একটা সুস্ষ্ট কারণ দেখিয়েছিলেন মিডিয়াকে। বলেছিলেন, রণবীর কাপুর যদি বিচক্ষণের মতো ছবি বাছতে না পারেন, বক্স অফিসে হিট দিতে না পারেন, তাহলে ইন্ডাস্ট্রি তাঁকে মনে রাখবে না।

রণবীর কাপুর
রণবীর কাপুর
প্রয়াত ঋষি কাপুর একদা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ছেলের জন্য তাঁর বড় দুশ্চিন্তা হয়। সব বাবারই হয়, নতুন কিছু নয়। তবে ঋষি একটা সুস্ষ্ট কারণ দেখিয়েছিলেন মিডিয়াকে। বলেছিলেন, রণবীর কাপুর যদি বিচক্ষণের মতো ছবি বাছতে না পারেন, বক্স অফিসে হিট দিতে না পারেন, তাহলে ইন্ডাস্ট্রি তাঁকে মনে রাখবে না। আর সোশ্যাল মিডিয়ার পোস্টে তুলেছিলেন ছেলের বিয়ের কথা! বাবার কথা মর্মে মর্মে বুঝে রণবীর কি এখন সেফ খেলছেন বলতে হবে?
আরও পড়ুনঃ বেশি বা কম নয়, ঠিক ৩টে! রাতে খাওয়ার পরেই খেতে হবে ছোট্ট এই জিনিস… ফুটবে যৌবন, জোশ ধরে রাখতে পারবেন না
কেন না, বিয়ে তো তিনি করেই ফেলেছেন, মেয়ে রাহার জন্মের পরে এখন তিনি রীতিমতো সংসারী এক পুরুষমানুষ! অন্য দিকে, ছবির ক্ষেত্রে বার বার ট্রিলজি বেছে নিচ্ছেন তিনি, যার একটার টানে পরেরগুলো দেখতেও সিনেমা হলে ভিড় জমে যাবে। এত দিন আমরা সবাই জানতাম যে রণবীরের কেরিয়ারে ট্রিলজি ছবি হতে চলেছে কেবল অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র, এবার একেবারে সদ্যই জানা গিয়েছে যে এই তালিকায় সন্দীপ রেড্ডি বঙ্গার অ্যানিমাল-ও নাম লিখিয়ে ফেলেছে। ওটাও ট্রিলজি হবে, একটা পর্ব মুক্তি পেয়েছে ২০২৩ সালে, এবার বাকি দুটো তৈরি হওয়ার পালা।
advertisement
অনেকেই অনুমান করছেন যে যতই বিতর্ক ডেকে আনুক না কেন, ছবির সুবিশাল সাফল্যের পরেই আরও দুটো পর্ব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। কেন না, অ্যানিমাল যে ট্রিলজি হবে, সে কথা তিনি নিজে তো বটেই, এমনকি রণবীরও মিডিয়ার কাছে ফাঁস করেননি। তবে এবার করেছেন। নায়ক নিজেই জানিয়েছেন যে ছবির আরও দুটো পর্ব তৈরি হবে, এর মধ্যে দ্বিতীয়টার নাম রাখা হবে অ্যানিমাল পার্ক।
advertisement
advertisement
এই দ্বিতীয় পর্বের নামের সূত্রে জর্জ অরওয়েলের দেশে এবং বিদেশেমঞ্চসফল নাটক অ্যানিমাল ফার্ম-এরকথা অনেকেরই মনে পড়ে যেতে পারে। তবে তার সঙ্গে এই ছবির কোনও সাদৃশ্য থাকবে না। “ছবির দ্বিতীয় পর্বের নাম হবে অ্যানিমাল পার্ক। প্রথমটার অনুষঙ্গে এবং গল্পটা ধারাবাহিক ভাবে কীভাবে দেখাতে চাইছি, আমরা সেখান থেকেই এর অনুপ্রেরণা নিয়েছি”, বলেছেন নায়ক।
advertisement
“ছবিটার শ্যুটিং শুরু হবে ২০২৭ সালে। অনেকটা দেরি হবে! আসলে সন্দীপ যেন ছবির গল্পটা নিয়ে কীভাবে এগোবে সেই সম্পর্কে ফ্লার্ট করে চলেছে”, সামান্য হলেও কি নিরাশ হয়েছে নায়কের কণ্ঠস্বর? একেবারেই নয়! কেন না, এর ঠিক পরেই কবুল করে নিয়েছেন যে একই সঙ্গে নায়ক এবং প্রতিনায়ক হওয়ার সুযোগ পেয়ে তিনি যারপরনাই উত্তেজিত!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor- Rishi Kapoor: বিতর্ক বাড়বে বই কমবে না, আরও চমক নিয়ে ট্রিলজি ছবি হবে অ্যানিমাল, দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ের সময়ও জানিয়ে দিলেন রণবীর কাপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement