পর্দায় ফের চুম্বন ঝড় ! 'কবীর সিং'-এর পোস্টারে শাহিদ ও কিয়ারা চুটিয়ে খেলেন চুমু
Last Updated:
#মুম্বই: ২০১৭ সালে মুক্তি পেয়েছিল তেলেগু ছবি 'অর্জুন রেড্ডী'। সেই ছবিরই হিন্দি রিমেক 'কবীর সিং'। তেলেগু ছবির পরিচালক ছিলেন সন্দীপ রেড্ডী ভাঙ্গা। হিন্দি ছবির ও পরিচালক তিনি। তেলেগু ছবির পোস্টারে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও শালিনী পান্ডেকে। সামনে এল 'কবীর সিং'-এর পোস্টার। সেখানে একই একম ভাবে চুম্বনরত অবস্থায় দেখা গেল শাহিদ কাপুর ও কিয়ারা আডবানীকে।
'কবীর সিং-এর ট্রেলারও মুক্তি পেয়েছে। সেখানেও শাহিদ ও কিয়ারা সবার মন জয় করে নিয়েছে। আগেও এই চুম্বন নিয়ে কথা হয়েছিল। কিন্তু তবুও এ ছবির পোস্টার থেকে ট্রেলার সবেতেই রয়েছে নতুন চমক। এই ছবি মুক্তি পাবে ২১ জুন। শাহিদ নিজে এই ছবির পোস্টার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার শাহিদ একেবারে অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এমনিতেও শাহিদের অভিনয় নিয়ে কোনও প্রশ্ন থাকারই কথা নয়। কারণ নিজের অভিনয় দক্ষতা প্রথম ছবি থেকেই প্রমান করেছেন শাহিদ।---
advertisement
Get smitten by love! #MereSohneya, out on 6th June! @Advani_Kiara @imvangasandeep @itsBhushanKumar @MuradKhetani #KrishanKumar @ashwinvarde @dop_santha @nirajkothari @TSeries @KabirSinghMovie @Cine1Studios #KabirSingh pic.twitter.com/jT0Oz2zDho
— Shahid Kapoor (@shahidkapoor) June 4, 2019 ---
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2019 4:15 PM IST