প্রকাশ্যে এল রহস্য-রোমাঞ্চে ভরা পরিণীতির "দ্য গার্ল অন দ্য ট্রেন"-এর ট্রেলার, নেটফ্লিক্স কাঁপাবেন টোটা

Last Updated:

প্রকাশ্যে "দ্য গার্ল অন দ্য ট্রেন"-এর ট্রেলার। ভয়, উত্তেজনা, সন্দেহ পরিণীতির চোখেমুখে। রোমাঞ্চে ভরা এই ছবি দেখুন ২৬ ফেব্রুয়ারি, নেটফ্লিক্সে, থাকছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী।

#নয়াদিল্লি: অতীত কি এত সহজে পিছু ছাড়ে? আর যদি অতীতের কোনও ঘটনা প্রতি পদে কাউকে তাড়া করে, তাহলে তাকে ভুলে থাকা সম্ভব নয় কখনই। কিন্তু এ ছবির গল্প একটু অন্য রকম। অ্যামনেশিয়ায় আক্রান্ত এক মদ্যপ মহিলা, যে হঠাৎই একটা খুনের সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু কী ঘটেছিল সেই ভয়ঙ্কর রাত্রে? তা কোনও ভাবেই মনে করতে পারছিলেন না মহিলা। যার জন্য তাকে বার বার পুলিশের কাছে কৈফেয়ৎ দিতে হচ্ছে। এদিকে মনে না করতে পারলেও সমস্যা, খুনের দায় তাঁকে জেলে যেতে হবে। অতীতের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো হারিয়ে গিয়েছে জীবন থেকে, সেগুলিকেই খুঁজে চলেছেন পরিণীতি চোপড়া, তার সঙ্গে উপরি এই খুনের দায়। কখনও দেখা যাচ্ছে তাঁকে ট্রেনের ভিতর, আবার কখনও রাস্তায়। ভয়, উত্তেজনা, সন্দেহ তাঁর চোখেমুখে স্পষ্ট। দুর্দান্ত রহস্য রোমাঞ্চে ভরা এই ছবিতে রয়েছে একের পর এক ট্যুইস্ট। পরিচালনায় রয়েছেন রিভু দাশগুপ্ত। ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে সকলের। আগামী ২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে দেখা যাবে "দ্য গার্ল অন দ্য ট্রেন"।
ট্রেলারে পরিণীতিকে দেখে মুগ্ধ চলচ্চিত্রপ্রেমীরা। এক্কেবারে অন্য লুকে পরিণীতি। চোখে ধ্যাবড়ানো কাজল, এলোমেলো চুল, কিছু জিনিস না পাওয়ার কষ্ট সবমিলিয়ে অভিনেত্রী ট্রেলারেই নজর কেড়েছেন। এই ছবিতে পরিণীতির পাশাপাশি অদিতি রাও হায়দারিকে দেখা যাবে। অদিতির খুনের দায় পরিণীতির দিকেই আঙুল তুলছে পুলিশ। কীর্তি কুলহারিকে দেখা যাবে পুলিশের চরিত্রে, যিনি অদিতির খুনের তদন্তে রয়েছেন। এমনকী বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী দেখা যাবে এই ছবিতে। কী হল তারপর? পরিণীতি কি খুনি নাকি এ সব কিছুর ষড়যন্ত্রের শিকার? সেখানেই দর্শকের প্রশ্ন, আর তা জানতে হলে দেখতে হবে এই ছবি।
advertisement
দেখুন ট্রেলার---
advertisement
পওলা হকিন্‌সের বিখ্যাত সাহিত্য, "দ্য গার্ল অন দ্য ট্রেন" অবলম্বনে এই ছবির প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক রিভু। উল্লেখ্য, আর আগেও এই সাহিত্য নিয়ে ছবি তৈরি করা হয়েছে হলিউডে। সেখানে মুখ্য অভিনয় ছিলেন এমিলি ব্লান্ট। মদ্যপ, ডিভোর্সি এবং অ্যামনেশিয়ায় আক্রান্ত এক নির্বিকার মহিলা, যে কিছুতেই অতীতের কিছু কথা মনে করতে পারছিলেন না। কিছু ভুলে থাকতে চাইলেও, সেটা ভুলতে পারছিলেন না। নিজের সাজানো সংসার হঠাৎ ভেঙে যাওয়ায় তিনি বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন। অবশেষে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন এমিলি। সেই মদ্যপ মহিলার ভূমিকাতেই এ বার দেখা যাবে বলিউডের পরিণীতি চোপড়াকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে এল রহস্য-রোমাঞ্চে ভরা পরিণীতির "দ্য গার্ল অন দ্য ট্রেন"-এর ট্রেলার, নেটফ্লিক্স কাঁপাবেন টোটা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement