#মুম্বই: অবশেষে মুক্তি পেল নেহা কক্কর আর রোহনপ্রীত সিংয়ের নতুন মিউজিক ভিডিও । অ্যালবামটির নাম ‘খেয়াল রকখা কর’ । এই গানের মুক্তি নিয়ে এর আগে চর্চা হয়েছে প্রচুর । নেহার একটি ইনস্টাগ্রাম পোস্টে জল্পনার, কল্পনার জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল । কিন্তু সেই পোস্টের ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই নেহা-রোহন জানিয়েছিলেন প্রেগন্যান্সির খবর নয়, বরং নতুন মিউজিক অঅযালবাম আনতে চলেছেন তাঁরা ।
নেহা-রোহনের বিয়ে হয়েছে অক্টোবরের ২৪ তারিখ । বিয়ের ২ মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেহা পোস্ট দেন বেবি বাম্প নিয়ে । ব্যাস শুরু হয়ে যায় তুমুল চর্চা । শুভেচ্ছা বার্তায় যেমন ইনবক্স ভরতে থাকে, তেমনই ব্যাঙ্গ, কটূক্তি, রসিকতা, ট্রোলিংও চলতে থাকে সমান তালে । কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দী হন নেহা । সেখানে বেবি বাম্পের চিহ্নও ছিল না । তখনই স্পষ্ট হয়, পোস্টের ছবিটি আসলে পাবলিসিটি স্টান্ট ।
পরে সেই সত্যই সামনে আসে । অবশ্য নেহা-রোহনের এই সস্তার গিমিক তোলা নিয়ে সমালোচনাও কম হয়নি । এর আগে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ে নিয়েও এমনই মিথ্যে প্রচার করেছিলেন ইন্ডিয়ান আইডল-১২-এর বিচারক নেহা কক্কর ।
তবে সম্প্রতি নেহুপ্রীতের ‘খেয়াল রকখা কর’ দর্শকদের দারুণ পছন্দ হয়েছে । গানটি আসলে দু’জনের জীবনের জার্নি নিয়ে । ছোটবেলায় স্কুলের প্রেম । তারপর প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করা । জীবনের সবচেয়ে সুখের সেই মুহূর্ত, জানতে পারল এ বার দুই থেকে তিন হতে চলেছে তাঁরা । কিন্তু সে সময়ই চরম দুর্ঘটনা । রাস্তার ধারে আইসক্রিম কিনতে গিয়ে গাড়ি চাপা পড়েন রোহন । অন্তঃসত্ত্বা নেহা তখন একা । এরপর আসে বৃদ্ধ বয়স । ছেলেকে একাই বড় করে তুলেছেন মা । ছেলে হুবহু তাঁর বাবার মতো । বাকি জীবনটা ছেলের সঙ্গে বাসি-খেলায় কেটে যায় মায়ের ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neha Kakkar, Rohanpreet singh