Neha Kakkar-Aditya Narayan: আদিত্যর সঙ্গে ফের ঘনিষ্ঠতা? কী করলেন নেহা কক্কর? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বি-টাউন

Last Updated:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেহা (Neha Kakkar) আর আদিত্যর (Aditya Narayan) একটা ভিডিও। যেটি ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

#মুম্বই: নেহা কক্কর (Neha Kakkar) আর আদিত্য নারায়ণ (Aditya Narayan) কি সত্যিই প্রেম করতেন? এই ঘটনা নিয়ে বলিউড অনেক কথাই বলে! তবে নেহা আর আদিত্য, সত্যি হোক আর মিথ্যে হোক, একটা প্রেম-প্রেম খেলা চালিয়েছিলেন ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোয়ের একাদশ পর্বে, অতএব সেই দিক থেকে তাঁদের এখন পরস্পরের প্রাক্তন বলতে অসুবিধা থাকার কথা নয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেহা আর আদিত্যর একটা ভিডিও। ঘটনাটা ঘটেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। যেখানে দেখা গিয়েছিল যে প্রেমিকের বাহুবন্ধনে ধরা দিতে গিয়ে আছাড় খেলেন নেহা!
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, নেহা কিন্তু বেশ বাস্তববাদী মহিলা, উঠল বাই তো আদিত্যর বাহুবন্ধনে যাই গোছের স্বভাব তাঁর একদম নয়! ফলে ইন্ডিয়ান আইডলের মঞ্চে শো চলাকালীন ক্যামেরার সামনে যে আবেগ তিনি দেখিয়েছিলেন, তার মূলে কারণ ছিল অন্য।
advertisement
advertisement
ভিডিওয় চোখ রাখলে দেখা যাবে যে নেহা এক প্রতিযোগিনীকে দিলবর (Dilbar) গানের সঙ্গে বেলি ডান্সের কয়েকটা স্টেপ শিখিয়ে দিচ্ছেন। বিচারকের আসনে বসে আছেন বিশাল দাদলানি (Vishal Dadlani) আর অনু মালিক (Anu Malik)। আর অন্য দিকে মঞ্চের এক প্রান্তে সবুজ স্যুট পরে আদিত্য বেশ মন দিয়ে দেখছেন নেহার নাচের লাস্যময়ী মুদ্রা।
advertisement
প্রতিযোগিনীকে নাচ শেখানোর পরেই ঘটেছে প্রমাদ! ততক্ষণে নাচের নেশা চারিয়ে গিয়েছে বিচারকদের মধ্যে- অনু মালিককে একটু-আধটু চেয়ারে বসে থাকা অবস্থাতেই শরীরে মোচড় দিতে দেখা যাচ্ছে। নাচের আমেজে মজেছেন আদিত্যও। তিনি হাত-পা ছুড়ছেন। তা দেখেই মজা করে বলেছেন নেহা- এবার তাঁর আর আদিত্যর একটু নাচ হয়ে যাক!
কেউ তখনও বুঝতে পারেননি যে নাচের নেশায় সব থেকে কাহিল হয়ে আছেন নেহাই! তাই উত্তেজনার বশে, নাচের তালে আদিত্যর বাহুবন্ধনে ধরা দিতে গিয়ে আছাড় খেয়েছেন তিনি, আদিত্য চেষ্টা করেও ধরে রাখতে পারেননি প্রেমিকাকে নিজের বুকে!
advertisement
এই ঘটনার জেরেই কি আদিত্যর ব্যর্থতা বুঝতে পেরে তাঁর জীবন থেকে সরে আসেন নেহা? ওই শোয়েই তো তাঁদের বাড়ির লোকেরা এসে সবার সামনে সম্পর্ক স্বীকার করেছিলেন, বলেছিলেন যে নেহা আর আদিত্য বিয়ে করলে তাঁরা বেশ আনন্দিতই হবেন!
নেহা বা আদিত্যর কেউ এই নিয়ে মুখ খোলেন না, তাই রহস্য থেকে গিয়েছে তিমিরেই!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neha Kakkar-Aditya Narayan: আদিত্যর সঙ্গে ফের ঘনিষ্ঠতা? কী করলেন নেহা কক্কর? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বি-টাউন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement