Home /News /entertainment /
Neha Dhupia: স্তন্যদানের ছবি পোস্ট করতেই যৌনতার খোঁজ! ট্রোলারদের একহাত নিলেন নায়িকা

Neha Dhupia: স্তন্যদানের ছবি পোস্ট করতেই যৌনতার খোঁজ! ট্রোলারদের একহাত নিলেন নায়িকা

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শিশুকন্যা মেহরকে স্তন্যদানের একটি ছবি তিনি শেয়ার করে নিলেন সবার সঙ্গে।

  • Share this:

#মুম্বই: অসংযত কৌতূহল এবং অশালীন অভিব্যক্তির মুখে এই দেশের মায়েরা যে প্রকাশ্যে সন্তানকে স্তন্যদান করতে দ্বিধাবোধ করে থাকেন, সে কিছু নতুন ঘটনা নয়। যাঁরা পবিত্রতম এই দৃশ্যকেও দেখেন কুৎসিত দৃষ্টিভঙ্গী থেকে, তেমনই একদল নেটিজেনের আক্রমণের শিকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হতে হল এক মহিলা ইউজারকে। শালীনতার সব সীমা অতিক্রম করে গিয়ে তাঁর কাছে শিশুকে স্তন্যদানের ভিডিও চাওয়া হল। এই বিষয়টি হালফিলে নজরে পড়েছে বলিউডের নায়িকা নেহা ধুপিয়ারও (Neha Dhupia)। ঘটনার প্রতিবাদে তিনি পাশে এসে দাঁড়ালেন ওই মহিলার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শিশুকন্যা মেহরকে স্তন্যদানের একটি ছবি তিনি শেয়ার করে নিলেন সবার সঙ্গে।

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

নেহার এই সহমর্মিতাবোধ প্রশংসা করার মতোই, তবে প্রশ্ন উঠতেই পারে যে তিনি কেন এই পদক্ষেপ করতে গেলেন! সেই উত্তরও নেহা দিয়েছেন ছবির সঙ্গের এক মোটামুটি দীর্ঘ লেখায়। সেই লেখার প্রথমে সদ্য মা হওয়া একজন মহিলা কী রকম মানসিকতার মধ্যে দিয়ে যান, সেই বিষয়টি বিশ্লেষণ করেছেন নায়িকা। তিনি লিখেছেন যে মা হওয়া নিঃসন্দেহে আনন্দের ব্যাপার, কিন্তু বাইরে থেকে লোকে শুধু এই আনন্দটুকুই দেখতে পায়। মা হওয়ার সময় এবং মা হওয়ার পরে মহিলাদের জগতে এক বিরাট পরিবর্তন ঘটে যায়, যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজটা মোটেও সহজ নয়। আর যখন তাঁরা সেই সবের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, বদলে কী পান? নেহা তীব্র কটাক্ষের সঙ্গে জানিয়েছেন যে উপহাস ছাড়া আর কিছুই কপালে জোটে না, ঠিক যেমনটা এই ট্রোলড হওয়া মহিলার সঙ্গে হয়েছে!

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

নায়িকার দাবি- সেই জায়গা থেকেই তিনি নিজের সন্তানকে স্তন্যদানের ছবি পোস্ট করেছেন। নেহার মতে এটা সম্পূর্ণ ভাবেই একজন মায়ের স্বাধীনতা যে তিনি কখন এবং কোন জায়গায়, লোকসমক্ষে না নিভৃতে তাঁর সন্তানকে স্তন্যদান করবেন! এই জায়গায় এসে নেহা জানিয়েছেন যে লোকসমক্ষে স্তন্যদানের মধ্যে অশালীন কিছু নেই, বরং যাঁরা এর মধ্যেও যৌনতা খোঁজার চেষ্টা করেন, তাঁদের মানসিকতাই আদতে নিকৃষ্ট! সব মায়েদের অনুরোধ জানিয়েছেন নেহা- তাঁরা যেন এই বিষয়ে নিজেদের দ্বিধা ঝেড়ে ফেলেন, তাহলেই সমাজ প্রগতিশীল হওয়ার একটা সুযোগ পাবে!

Published by:Shubhagata Dey
First published:

Tags: Neha dhupia

পরবর্তী খবর