মা হলেন নেহা ধুপিয়া

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: সন্তানের জন্ম দিলেন নেহা ৷ সূত্রের খবর, রবিবার সকাল ১১ নাগাদ খারের উইমেন্স হসপিটালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ মা ও সন্তান সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে ৷

    সন্তানসম্ভবা অবস্থাতেই বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি ৷ যদিও বিয়ের পরই প্রেগন্যান্সির বিষয়টি জানান নেহা ও অঙ্গদ ৷ আর এই অবস্থায় টানা কাজ করে গিয়েছেন নেহা ৷ ভীষণভাবে সক্রিয় ছিলেন তিনি ৷

    Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram

    তিনি প্রেগন্যান্ট, সেটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নেহা ৷ তবে আপাতত তিনি ও অঙ্গদ কবে মেয়ের ছবি শেয়ার করবেন, তার অপেক্ষায় ভক্তরা ৷

    আরও পড়ুন OMG! টাকা দিয়ে 'ভক্ত' ভারা করছেন প্রিয়াঙ্কা ? ভিডিও দেখে বিচার করুন..

    First published:

    Tags: Angad Bedi, Baby Girl, Neha dhupia, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া