মাদক কাণ্ডে এনসিবি আটক করল সৌভিক চক্রবর্তীর বন্ধু করমজিৎ-কে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাদক চক্রে উঠে এল আরও একজনের নাম, এনসিবি আটক করল শৌভিকের বন্ধু করমজিৎ-কে
#মুম্বই: মাদক চক্রে উঠে এল আরও একজনের নাম, এনসিবি আটক করল শৌভিকের বন্ধু করমজিৎ-কে। শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলেছে করমজিতের হদিশ। জানা যায়, করমজিৎ একজন মাদক ব্যবসায়ী। তাঁকে জেরা করে অনেক তথ্য মিলবে বলে মনে করছেন এনসিবি কর্তারা।
ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে সুশান্ত সিং মৃত্যু মামলা! উঠৈ আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! সিবিআই-এর পাশাপাশি তদন্ত করছে এনসিবি ও ইডি! বৃহস্পতিবার বিশেষ আদালতে রিয়াকে ফের 'নির্দোষ' দাবি করে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিন্ডে। আবেদনে বলা হয়, 'রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তাঁর থেকে এনসিবি জোর করে বয়ান আদায় করেছে!' রিয়ার পাশাপাশি জামিনের আবেদন করা হয় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী-সহ মাদককাণ্ডে গ্রেফতার হওয়া আরও ৫ জনের। কিন্তু জামিনের শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে বিচারক জি বি গুরাও রিয়া এবং শৌভিক চক্রবর্তীর পাশাপাশি আরও ৪ অভিযুক্তর জামিন সংক্রান্ত রায় ঘোষণা করেন। রায়ে জানানো হয়, গ্রেফতার হওয়া ৬ জন, অর্থাৎ রিয়া, শৌভিক, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, আবদেল বসিত পরিহার ও জায়েদ ভিলাত্রার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ফলে আগামি ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে রিয়া, শৌভিক-সহ গ্রেফতার হওয়া বাকি ৪ জনকে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2020 4:57 PM IST